Advertisment

তেলেঙ্গানায় সরকার গড়ল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ রেভান্থ রেড্ডির

সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মত শীর্ষ কংগ্রেস নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Revanth Reddy, Revanth Reddy takes oath, Revanth Reddy Telangana Chief Minister, Revanth Reddy sworn in as Telangana Chief Minister, Revanth Reddy oath ceremony,"

চারদিনের টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেভান্থ রেড্ডি

চারদিনের টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেভান্থ রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন রেভান্থ রেড্ডিকে শপথবাক্য পাঠ করান। রেভান্থ রেড্ডি ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ থেকে পৃথকভাবে তেলেঙ্গানা গঠনের পর রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। নির্বাচনে মুখ্যমন্ত্রী কেসিআরের দল বিআরএসকে পরাজিত করেন তিনি।

Advertisment

আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা অনুমুলা রেভান্থ রেড্ডি। তাঁর সঙ্গে মোট ১১ জন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন রেভান্থ রেড্ডিকে শপথবাক্য পাঠ করান।

রেভান্থ রেড্ডির পাশাপাশি মাল্লু ভাট্টি বিক্রমার্কা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এরা ছাড়াও নলমাদা উত্তম কুমার রেড্ডি, সি. দামোদর রাজনারসিমহা, কোমাতিরেডি ভেঙ্কটা রেড্ডি, এস. দুদিল্লা শ্রীধর বাবু, পঙ্গুলেব শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, সোট। কোন্ডা সুরেখা, ডি. অনসূয়া সীতাক্কা, তুম্মলা নাগেশ্বর রাও, কৃষ্ণা রাও এবং গদ্দাম প্রসাদ কুমার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলের (সিপিপি) সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দীপেন্দ্র হুডার মত শীর্ষ কংগ্রেস নেতৃত্ব শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের আরও অনেক সিনিয়র নেতা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং সিপিআই সাধারণ সম্পাদক ডি. রাজা রেভান্থ রেড্ডিও।

অবশ্যই, রেভান্থের বিরোধীরা তাকে মুখ্যমন্ত্রী হতে বাধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তিনি দলের শীর্ষ নেতাদের প্রথম পছন্দ ছিলেন। আসলে, তেলেঙ্গানায় নির্বাচনের তারিখ ঘোষণার আগে ও পরেও তিনি বিআরএস-এর বিরুদ্ধে কংগ্রেসের প্রচারের মুখ ছিলেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ১১৯টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে কংগ্রেস।

রেভান্থ রেড্ডিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শপথ নিয়েছেন শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, কোন্ডা সুরেখা এবং অনসূয়া সীতাক্কা

পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, কোন্ডা সুরেখা এবং অনসূয়া সীতাক্কা তেলেঙ্গানা মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

থুম্মলা নাগেশ্বর রাও এবং জুপল্লী কৃষ্ণা রাও শপথ নেন

থুম্মলা নাগেশ্বর রাও এবং জুপল্লী কৃষ্ণা রাওকে রেড্ডির নেতৃত্বে তেলেঙ্গানা মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়।

উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভাট্টি বিক্রমার্ক

হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক।

CONGRESS Telengana
Advertisment