শহীদ স্মৃতিসৌধ উদ্বোধন করতে এসে বিজেপি সাংসদের সঙ্গে বিতর্কে জড়য়ে পড়লেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিধায়ক স্ত্রী রিভাবা। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃহস্পতিবার সকালে জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন (জেএমসি) আয়োজিত ‘মেরা দেশ, মেরি মিট্টি’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। উল্লেখ্য রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জামনগর উত্তরের বিধায়ক।
ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিধায়ক স্ত্রী রিভাবা জাদেজার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে সরকারি অনুষ্ঠানে বিজেপি সাংসদ ও মেয়রর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার এই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে রিভাবাকে বেশ রেগে যেতে দেখা গিয়েছে। শহীদ স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন বিজেপি সাংসদ পুনমবেনের সঙ্গে রিভাবা বিতর্কে জড়িয়ে পড়েন। উপস্থিত মেয়রর সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শুধু তাই নয়, বিজেপি সাংসদ পুনমবেন কটাক্ষ করেন রিভাবাকে বলেই ওঠে অভিযোগ। উপস্থিত লোকজন বিষয়টিতে হস্তক্ষেপ করে বিষয়টি শান্ত করেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি সাংসদ পুনমবেন এবং মেয়র বিনাবেন কোঠারিও। জানা গিয়েছে বিজেপি সাংসদ সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই মেজাজ হারান রিভাবা। মেয়র এবং সাংসদের সঙ্গে রিভাবা বাদানুবাদে জড়িয়ে পড়েন। ক্ষুব্ধ রিভাবা জাদেজা বলেন, কিছু 'মানুষ কিছু না বুঝেও স্মার্ট হয়ে যায়'। জেলা পুলিশ প্রধান প্রেমসুখ দেলুর হস্তক্ষেপে পুরো বিষয়টি শান্ত হয়। রিভারার অভিযোগ, 'শহীদ স্মৃতিসৌধ উদ্বোধনের আগে শ্রদ্ধা জানাতে সাংসদ তাকে কটাক্ষ করেন'। সেই সঙ্গে তাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন সাংসদ পুনমবেন।