Advertisment

Bihar job ad: চাকরির বিজ্ঞাপন জুড়ে শুধুই নীতীশ, রেগে কাই তেজস্বী

তেজস্বীর দল বলছে যথাযথ কৃতিত্ব দেওয়া উচিত ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar employment drive, Nitish Kumar, Patna, Bihar government, RJD, Indian express news, current affairs

ডেপুটি সিএম তেজস্বী যাদবের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নগেন্দ্র কুমার সিং

বিহারের কর্মসংস্থান অভিযানে সরকারী বিজ্ঞাপন জুড়ে শুধুই নীতীশ কুমার। তাতেই রেগে কাই উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। যথাযথ মর্যাদা না দেওয়ার অভিযোগে সরব নীতীশ মিত্র RJD। কর্মসংস্থান অভিযানে সরকারী বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল "রোজগার মতলব নীতীশ কুমার (কর্মসংস্থান মানে নীতীশ কুমার)"।

Advertisment

বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি(ইউ) প্রধান নীতীশ শনিবার পাটনার গান্ধী ময়দানে অফলাইন এবং ভার্চুয়াল মাধ্যমে ৯৬,৮২৩ জন শিক্ষককে নিয়োগপত্র বিতরণের জন্য কর্মসংস্থান অভিযানে অংশ নিয়েছিলেন। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবও। RJD সরকারি বিজ্ঞাপনে সমান কৃতিত্বের প্রত্যাশা করেছিল। যদিও বাস্তবে তা হয়নি। তাতেই গোসা তেজস্বী যাদবের।
আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “সবাই জানে যে ১০-লক্ষ চাকরির উদ্যোগটি ২০২০ সালের নির্বাচনের সময় আমাদের লক্ষ্য এবং প্রতিশ্রুতি ছিল। আমাদের সমান কৃতিত্ব দেওয়া উচিত ছিল এবং উপ-মুখ্যমন্ত্রীর ছবি সরকারি বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। মানুষ জানে যে এটা নীতীশ-তেজস্বী সরকার, শুধু নীতীশ কুমার সরকার নয়”

ইভেন্টে ভাষণ দিতে গিয়ে, নীতীশ বলেছিলেন: "এটি অত্যন্ত আনন্দের বিষয় যে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যের লোকেরা নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন"। আমরা ১০ লাখ বা তারও বেশি লোককে চাকরি দিতে যাচ্ছি"।

বিজ্ঞাপনটিকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিতেই ক্রেডিট নিতে আসতে নামেন তেজস্বী। তিনি X-পোস্ট লিখেছেন "আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর।" তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা বিভাগে ২.১৭ লক্ষ নিয়োগ করে এক ধরণের বিশ্ব রেকর্ড করেছে।

Nitish Kumar Tejashwi Yadav
Advertisment