মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লালু যাদবের খোলা প্রস্তাব! বললেন- 'তুমি এলে আমার দরজা সবসময় খোলা…'। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লালু প্রসাদ যাদব তথা আরজেডি সুপ্রিমো স্পষ্টভাবে বলেছেন যে 'নীতীশ কুমারের দল বদলের একটা অভ্যাস রয়েছে। তবে নীতীশ ফিরতে চাইলে আমার দরজা সব সময়ের জন্য খোলা রয়েছে'।
মহাজোট ছাড়ার পরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একাধিকবার এই বিষয়ে বিবৃতি দিয়ে বলেছেন, 'এখন তিনি সব সময়ের জন্য এনডিএ-র সঙ্গেই আছেন'। তবে এর মাঝেই বন্ধু লালুর ফিরে আসার বার্তা নীতীশকে। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফিরে আসার অফার দিয়েছেন লালু।
এবার এপ্রসঙ্গে মুখ খুলেছেন নীতীশ কুমার। তিনি বলেছেন, "কে কী বলছেন তা নিয়ে বিচলিত না হওয়াই ভাল। আমরা আবার আগের মতোই একত্রিত হয়েছি। আরজেডির সঙ্গে সব কিছু ঠিকঠাক চলছিল না, তাই আমরা (আরজেডি)কে ছাড়তে বাধ্য হয়েছি"।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪০০ আসনের দাবি প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন যে কেন্দ্রে আবারও এনডিএ সরকার গঠিত হবে। তিনি বলেন, "এবার এনডিএ গতবারের চেয়ে বেশি আসন পাবে, আমরা আত্মবিশ্বাসী।"
ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী জোট থেকে সরে যাওয়ার বিষয়ে, নীতীশ কুমার বলেন, "আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু প্রথম থেকে কোন কিছু ঠিক ঠাক চলছিল না। আমরা বিহারের স্বার্থে কাজ চালিয়ে যাব।"