/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/rlp-modi-759.jpg)
অবিলম্বে ৩টি কৃষি আইন বাতিল করার দাবি জানিয়েছে তারা।
বিতর্কিত কৃষি আইন ঘিরে ক্রমশ অস্বস্তি বাড়ছে মোদী বাহিনীর। কৃষি আইন ঘিরে কৃষক বিদ্রোহের আবহে এবার কার্যত এনডিএ-র সঙ্গে সম্পর্কে চিড় ধরতে চলেছে আরেক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি)। অবিলম্বে ৩টি কৃষি আইন বাতিল করার দাবি জানিয়েছে তারা। সেইসঙ্গে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আরএলপি।
টুইটারে এ প্রসঙ্গে আরএলপি প্রধান হনুমান বেনিওয়াল লিখেছেন, ‘‘কৃষকদের আন্দোলনে দেশজুড়ে যে আবেগ ছড়িয়েছে, সেই পরিস্থিতি বিবেচনা করে কৃষি সংক্রান্ত তিনটি আইন অবিলম্বে প্রত্য়াহার করুন অমিত শাহ। স্বামীনাথন কমিশনের সব সুপারিশ বাস্তবায়িত করা হোক এবং কৃষকদের সঙ্গে আলোচনা করা হোক’’।
श्री @AmitShah जी,देश मे चल रहे किसान आंदोलन की भावना को देखते हुए हाल ही में कृषि से सम्बंधित लाये गए 3 बिलों को तत्काल वापिस लिया जाए व स्वामीनाथन आयोग की सम्पूर्ण सिफारिशों को लागू करें व किसानों को दिल्ली में त्वरित वार्ता के लिए उनकी मंशा के अनुरूप उचित स्थान दिया जाए !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) November 30, 2020
আরও পড়ুন: কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, সংস্কারের ফলে ক্ষমতায়ণ হবে: মোদী
এরপরই আরেকটি টুইটে হনুমান বেনিওয়াল লিখেছেন, ‘‘আরএলপি এনডিএ-র শরিক। কিন্তু আমাদের দলের শক্তি হলেন কৃষক জওয়ানরা। যদি এ ব্য়াপারে কোনও ব্য়বস্থা না নেওয়া হয়, তাহলে কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে এনডিএ-র সহযোগী দল হিসেবে থাকব কিনা পুনর্বিবেচনা করব’’।
चूंकि @RLPINDIAorg एनडीए का घटक दल है परन्तु आरएलपी की ताकत किसान व जवान है इसलिए अगर इस मामले में त्वरित कार्यवाही नही की गई तो मुझे किसान हित मे एनडीए का सहयोगी दल बने रहने के विषय पर पुनर्विचार करना पड़ेगा !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) November 30, 2020
উল্লেখ্য়, কেন্দ্রের আনা তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে শিরোমণি অকালি দল। কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় খাদ্য় প্রক্রিয়াকরণ মন্ত্রী পদে ইস্তফা দেন হরসিমরত কৌর বাদল। সেই পর্বের পর কৃষি আইন ঘিরে এদিন যেভাবে সোচ্চার হল আরএলপি, তাতে এনডিএ শিবিরে চাপ বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
প্রসঙ্গত, কেন্দ্রের আনা বিতর্কিত কৃষি আইন ঘিরে গত কয়েকদিন ধরে বিক্ষোভরত অসংখ্য় কৃষকরা। এই আইন প্রত্য়াহারের দাবিতে পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি অভিযানে সামিল হয়েছেন। যা ঘিরে দিল্লি সীমানা এলাকা উত্তপ্ত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us