Advertisment

Rahul Gandhi: প্রকাশ্যে সাংবাদিক হেনস্থা, রাহুলের বিরুদ্ধেই এবার মারাত্মক অভিযোগ, সমালোচনার ঝড়

লোকসভার ভোটের আগে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার প্রকাশ্যে সাংবাদিক হেনস্থার অভিযোগ রাহুলের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

সূত্র জানায়, ঘটনাটি ঘটেছিল যখন সাংবাদিক কংগ্রেস কর্মীদের তার মাইক না সরাতে বলছিলেন এবং তিনি রাহুলকে জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে অনুষ্ঠানটি সঠিকভাবে কভার করতে দেওয়া হচ্ছে না।

লোকসভার ভোটের আগে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার প্রকাশ্যে সাংবাদিক হেনস্থার অভিযোগ রাহুলের বিরুদ্ধে। এমনকী সাংবাদিকের নাম, জাত প্রকাশ্যে জানতে চেয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস নেতা।

Advertisment

রাহুল গান্ধীর উস্কানিতে কংগ্রেস কর্মীরা মঙ্গলবার রায়বরেলিতে 'ইন্ডিয়া নিউজ'-এর এক সাংবাদিককে অপমান করেন বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড়। রাহুল গান্ধী প্রকাশ্যে যেভাবে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, তাঁর নাম-জাত জিজ্ঞাসা করছেন এমনকি চ্যানেলের মালিকের নাম জিজ্ঞাসা করছেন তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই বিষয়ে টিভি চ্যানেলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে রাহুলকে টিভি সাংবাদিক শিব প্রসাদ যাদবকে তার নাম এবং চ্যানেলের মালিকের নাম জিজ্ঞাসা করতে দেখা যাচ্ছে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এই মুহূর্তে রয়েছে উত্তরপ্রদেশের রায়বেলিতে। সেখানেই একটি সভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল। সেই সময়ই ইন্ডিয়া নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তার নাম জিজ্ঞেস করেন রাহুল গান্ধী। এবং তাকে চ্যানেল মালিকের নাম বলতেও বলা হয়।

এই বক্তব্যের পরই তার কিছু সমর্থক উক্ত সাংবাদিকের উপর চড়াও হতে উদ্যত হয়। রাহুলকে এরপর মাইক হাতে বলতে শোনা যায় "মিডিয়া কে হ্যায় আপ? নাম কেয়া হ্যায় আপকা? হান? আপ শিব প্রসাদ জি হ্যায়? আপকে মালিক কা কেয়া নাম হ্যায়? আপকে মালিক কা কেয়া নাম হ্যায়? কেয়া নাম হ্যায়? নাম বাতাও। নাম বাতাও। ভাই মারো মাত ইয়ার। নাম বাতাও উসকা। ওবিসি হ্যায়? নাহিন। ও দলিত হ্যায়? নাহিন"। (আপনি কি মিডিয়া পার্সেন? থেকে এসেছেন? আপনার নাম কী? আপনি শিব প্রসাদ জি? আপনার মালিকের নাম কী? আপনার মালিকের নাম কী? নাম কী? আমাকে নাম বলুন। নাম বলুন। মারবেন না। মালিকের নাম বলুন। তিনি কি ওবিসি? না, তিনি কি দলিত? না তিনি কোটিপতি)।

এদিকে এই ঘটনার ভিডিও সামনে আসতেই রাহুলের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ সামনে এনেছে বিজেপি। উত্তরপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা বলেছেন যে 'ন্যায় যাত্রায় ভিড় জমাতে না পেরে সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করছেন রাহুল গান্ধী'। বিজেপির ইউপি মুখপাত্র মনীশ শুক্লা বলেছেন, 'এই ঘটনা নিন্দনীয়'। সাংবাদিক নবল কান্ত সিনহাও টুইট করে বলেছেন – 'সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে রাহুল গান্ধীকে কোনো প্রশ্ন না করার জন্য। মারধর করা হবে। এটাই কংগ্রেসের নতুন ধারা'।

rahul gandhi
Advertisment