আয়কর বিভাগ ওডিশা এবং ঝাড়খণ্ডের প্রায় ২৫টি স্থানে একযোগে অভিযান চালিয়ে ২০০ কোটি টাকারও বাজেয়াপ্ত করেছে। নাম জড়িয়েছেন ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহু এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের। আলমারিতে ঠাসা নোটের বান্ডিলের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এবার এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সম্পর্কিত সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ পোস্ট করেছেন এবং লিখেছেন 'জনগণের কাছ থেকে যা লুট করা হয়েছে, প্রতিটি পয়সা ফেরত দিতে হবে, এটাই মোদীর গ্যারান্টি'।
মাত্র ৫০ মিনিটের মধ্যে ১০ হাজারের বেশি মানুষ প্রধানমন্ত্রীর এই পোস্টটি আবার রি-শেয়ার করেছেন। বিজেপির কেন্দ্রীয় কমিটি এবং ঝাড়খণ্ড রাজ্য ইউনিটও এটি পুনরায় পোস্ট করেছে। প্রধানমন্ত্রীর এই পোস্টের পর ঝাড়খণ্ডের বিজেপি নেতারা কংগ্রেস সাংসদ ধীরজ সাহুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আয়কর বিভাগ গত তিন দিন ধরে এমপি সাহু এবং তার আত্মীয়দের বাড়িতে অভিযান চালাচ্ছে। ওড়িশার বিডিপিএল এর প্রাঙ্গণ থেকে সর্বাধিক নগদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বাংলার কিছু জায়গায় অভিযান চলছে। ধীরাজ সাহু ঝাড়খণ্ডের একটি বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি কংগ্রেস থেকে তিনবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।