Advertisment

বিজেপি বিধায়কের বাড়িতে 'যকের ধন', উদ্ধার কোটি কোটি টাকা, বিরাট ফাঁপরে পদ্মশিবির

বিজেপির বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka BJP MLA’s son arrested, BJP MLA Madal Virupakshappa’s son Prashanth Madal, Prashanth Madal, Lokayukta"

বিজেপির বিধায়কের বাড়ি-অফিস থেকে থেকে উদ্ধার কোটি কোটি টাকা নগদ, নির্বাচনের আগেই বড় ফাঁপরে দলের শীর্ষ নেতৃত্ব। ৪০ লক্ষ টাকা ঘুষ গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিজেপি বিধায়কের পুত্র। এরপরই বিধায়কের বাড়ি-অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় কোটি কোটি টাকা। কর্ণাটকের নির্বাচনের আগেই দলের বিধায়কের কাছ থেকে কোটি কোটি নগদ উদ্ধারে রীতিমত অস্বস্তিতে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

Advertisment

বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা। অফিস থেকে উদ্ধার করা হয়েছে আরও প্রায় ২ কোটি টাকা নগদ। উদ্ধার হওয়া অর্থের কোনও হিসেব দিতে পারেননি পদ্মশিবিরের বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পা। গতকালই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বিধায়কের ছেলে প্রশান্ত মাদ্দাল। বৃহস্পতিবার রাতে ৪০ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপরই বিজেপি বিধায়কের বাড়িতে হানা দেওয়াতেই উদ্ধার হয় পাহাড় প্রমাণ টাকা।

বিরোধী দলের অভিযোগ, বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ঘনিষ্ঠ। দুর্নীতি দমন শাখার বিশেষ অভিযানে বেঙ্গালুরুতে বিজেপি বিধায়কের বাড়ি ও অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি নগদ টাকার বান্ডিল। বাড়িতে ৬ কোটি টাকার পাশাপাশি, বিধায়কের অফিস থেকেই উদ্ধার হয়েছে নগদ ১ কোটি ৭০ লাখ টাকা।

গতকাল ঘুষ কাণ্ডে বিজেপি বিধায়কের ছেলেকে নিজেদের হেফাজতে নেন দুর্নীতি দমন শাখার বিশেষ দল। এরপরই বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ৬ কোটি টাকা। সূত্রের খবর টেণ্ডারের প্রতিশ্রুতি ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের পরই দুর্নীতি দমন শাখার আধিকারিকরাবিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই সূত্র ধরেই বিধায়কের বাড়ি ও অফিসে অভিযান চালাতেই উদ্ধার হয় যকের ধন। এদিকে ঘটনার পরই পদ্মশিবিরের বিরুদ্ধে সুর তুলেছে বিরোধী শিবির।

bjp karnataka Basavaraj Bommai
Advertisment