Advertisment

ভোট পরবর্তী হিংসায় নিরব দর্শক বঙ্গ প্রশাসন, মমতাকে খোঁচা RSS-এর

নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসীরা, দাঙ্গাকারীদের থামাতে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি, এমন মন্তব্য করে পরোক্ষে মুখ্যমন্ত্রীকেই দুষেছে আরএসএস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভোট পরবর্তী বাংলায় সন্ত্রাস নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা মমতা প্রশাসন নীরব দর্শক শুক্রবার এমন অভিযোগই করেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ( আরএসএস)। নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসীরা, দাঙ্গাকারীদের থামাতে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি, এমন মন্তব্য করে পরোক্ষে মুখ্যমন্ত্রীকেই দুষেছে আরএসএস।

Advertisment

একুশের ভোটে বিজেপিকে পরাস্ত করে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি রয়েছে অশান্তি। উঠে আসছে নানা হিংসার ঘটনা। এই প্রেক্ষিতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে আরএসএস। ‘রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা দরকার', এমন কথাও জানিয়েছে তারা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বাংলায় ১৪ জনের মৃত্যু হয়েছে হিংসাত্মক ঘটনায়। আরএসএস-এর তরফে বলা হয়েছে, "নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই এমন হিংসার ঘটনা নিন্দনীয় এবং ষড়যন্ত্রমূলক বলে মনে হচ্ছে। বঙ্গ প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে। হিংসার ঘটনা থামাতে রাজ্য পুলিশ এবং প্রশাসনের কোনও উদ্যোগও নেই।"

সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেন, ‘শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদের প্রথম দায়িত্ব হল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা,সন্ত্রাস যারা চালাচ্ছে তাদের কড়া হাতে দমন করা। নির্বাচনে জয়ের বিষয়টি দলীয় রাজনীতির বিষয় কিন্তু নির্বাচিত সরকারের সমস্ত সমাজের প্রতি দায়িত্ববান হওয়া দরকার। অমানবিক সন্ত্রাস চলছে, অথচ রাজ্য সরকার নিরব।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Mamata Government West Bengal Assembly Election 2021 RSS
Advertisment