সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রতিষ্ঠার ঘোষণা আরএসএস প্রধানের। জানুয়ারিতেই রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে বলে জানিয়ে দিলেন মোহন ভাগবত। ২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরের উদ্বোধনের ডেডলাইন। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। মণিপুর ইস্যুতে বক্তৃতা দেওয়ার সময় আরএসএস প্রধান বলেন, ‘সরকার শান্তি প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং "বহিরাগত শক্তিগুলি" রাজ্যে হস্তক্ষেপ করছে’।
আরএসএস প্রধান মোহন ভাগবত বিজয়াদশমী উপলক্ষে নাগরপুরে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাম মন্দির, লোকসভা নির্বাচন সহ একাধিক বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন। মোহন ভাগবত বলেন আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। এর পাশাপাশি তিনি জনগণের কাছে আহ্বান জানান, ‘রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে নিজ নিজ স্থানে ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করার’। একই সঙ্গে তিনি বলেন, “ভোট দেওয়ার সময় দেশের ঐক্য, অখণ্ডতা, পরিচয় ও উন্নয়নের বিষয় মাথায় রেখে তবেই আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন”।
আরএসএস প্রধান আরও বলেন, ভগবান শ্রী রাম দেশের মর্যাদার প্রতীক, দায়িত্ব পালনের প্রতীক, স্নেহ ও করুণার প্রতীক। দেশের নাগরিকের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, “রাম মন্দিরে শ্রী রামলালার মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সর্বত্র স্নেহ, প্রচেষ্টা এবং সদিচ্ছার পরিবেশ তৈরি করুন”।
২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে আরএসএস প্রধান কী বললেন?
মোহন ভাগবত বলেছেন যে আগামী ২০২৪ সালের প্রথম দিকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী কৌশলে আবেগকে উস্কে দিয়ে ভোট সংগ্রহের চেষ্টা প্রত্যাশিত নয়, কিন্তু সেটাই ঘটে চলেছে। সমাজকে বিভক্ত করে এমন বিষয়গুলি আমাদের পরিহার করতে হবে। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। তা অনুসরণ করতে হবে। আরএসএস প্রধান আরও বলেন, ‘দেশের ঐক্য, অখণ্ডতা, পরিচয় ও উন্নয়নের বিষয় বিবেচনা করে তবেই ভোট দিন’।
সমাজবিরোধী শক্তিকে নিশানা করে সংঘ প্রধান বলেন, “তারা পৃথিবীর সকল শৃঙ্খলা, সমৃদ্ধি, আচার-অনুষ্ঠান ও সংযমের বিরোধী। গোটা মানব জাতির উপর মুষ্টিমেয় কিছু লোক নিয়ন্ত্রণ রাখার জন্য, তারা নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করে চলেছেন। দেশের শিক্ষা, মূল্যবোধ, রাজনীতি ও সামাজিক পরিবেশকে বিভ্রান্তি ও দুর্নীতিগ্রস্ত করে তোলাই তাদের কাজ। ফলে সমাজে সহজেই বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে”।