Advertisment

তৃণমূল থেকে বিজেপিতে জার্সি বদলে কি ‘রুষ্ট’ আরএসএস? আসছেন মোহন ভাগবত

সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে আরএসএসের সংগঠন নিয়ে আলোচনা করবেন মোহন ভাগবত। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও পর্যালোচনা করবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
RSS chief Mohan Bhagwat , মোহন ভাগবত

আরএসএস প্রধান মোহন ভাগবত।

বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবারই তিন দিনের রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আরএসএস-এর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও মূলত রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনাই ভাগবতের আগমনের আসল কারণ। জানা যাচ্ছে, লোকসভা ভোটের পর বিজেপিতে যেভাবে তৃণমূলের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন, তা ‘ভাল চোখে’ দেখছেন না বাংলার আরএসএস। এই প্রেক্ষিতেই বাংলায় মোহন ভাগবতের আগমন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Advertisment

আরও পড়ুন: মমতার ছবি সিবিআই দফতরে, বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি

উল্লেখ্য, উনিশের নির্বাচন মেটার পর থেকে একদা মমতা ঘনিষ্ঠ মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের একাধিক নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিয়ে চলেছেন। মুকুল রায়ের এই দলবদলের কৌশলে রীতিমতো ‘কোণঠাসা’ মমতা বাহিনী। ক’দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন একদা মমতা ঘনিষ্ঠ তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শোভন চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই যোগ দিয়েছেন অর্জুন সিং, শুভ্রাংশু রায় এবং মনিরুল ইসলামের মতো পরিচিত মুখেরাও। এছাড়া, অচিরেই তৃণমূলের আরও কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অলিন্দে। তবে, এই দলবদল নিয়ে বিজেপির অন্দরেই ‘আপত্তি’ রয়েছে। 'তৃণমূলী সন্ত্রাসের মুখ' তথা লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের বিজেপিতে যোগদান ঘিরে বিতর্ক দানা বাঁধে সোশ্যাল মিডিয়ায়। মনিরুলের যোগদান নিয়ে অসন্তোষ তৈরি হয় ৬ মুরলীধর সেন লেনেও। পাশাপাশি মুকুলের হাত ধরে একাধিক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যাওয়ার কিছুদিনের মধ্যেই তাঁরা ফের তৃণমূলে ফেরেন। এরপরই কার্যত মুকুলের ডানা ছেঁটে বিজেপি শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, দিলীপ ঘোষের সম্মতি ছাড়া কাউকে বিজেপিতে যোগদান করানো যাবে না। এই প্রেক্ষিতে আরএসএস নেতৃত্বের ‘আপত্তি’ও উল্লেখযোগ্য বলে মত রাজনীতির কারবারিদের একাংশের। কারণ, আরএসএস বরাবরই বিজেপির কাছে ‘অনুপ্রেরণার উৎস’ এবং বিজেপির মূল চালিকা শক্তি বলে মনে করা হয়। ফলে, পশ্চিমবঙ্গে মোহন ভাগবত এলে তাঁকে এ বিষয়ে অবগত করতে পারেন বঙ্গের আরএসএস নেতৃত্ব এবং এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন ভাগবত।

আরও পড়ুন: শোভন-বৈশাখীর আপত্তি নাকচ? দেবশ্রীকে দলে নিয়ে নেব, মন্তব্য দিলীপের

সূত্রের খবর, উত্তর ও দক্ষিণবঙ্গে আরএসএসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সারতে পারেন মোহন ভাগবত। বাংলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করতে পারেন ভাগবত। কলকাতার বেশ কয়েকজন বিশিষ্টের সঙ্গে আরএসএস প্রধান দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গেও দেখা করার কথা মোহন ভাগবতের। আগামী ৩ সেপ্টেম্বর ফিরে যাবেন আরএসএস প্রধান।

Read the full story in English

RSS
Advertisment