/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/mohan-bhagwat-759.jpg)
মোহন ভাগবত, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
পাকিস্তানকে বাদ রেখেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুরু করতে চলেছে অন্য ষাটটি দেশকে আমন্ত্রনের প্রক্রিয়া। সামনের সপ্তাহেই দিল্লিতে আরও এস এস প্রধান মোহন ভাগবত তিনদিন-ব্যাপী বক্তৃতা অনুষ্ঠানে কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন, শ্রোতাদের সামনে রাখবেন কিছু প্রশ্নও। শুধু পড়শি দেশ নয়, RSS দেশের বিভিন্ন রাজ্যের ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রন জানাবে, যারা বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানায় রাখে। কূটনৈতিক পর্যায়ক্রম ও রাজনৈতিক দল ছাড়া, তারা শিল্প, মিডিয়া ও আরও বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিনিধিদের আমন্ত্রন পাঠাবে।
RSS-এর কার্যনিবাহী সদস্য জানান, ''পাকিস্তান বাদে এশিয়ার বেশিরভাগ দেশগুলির দূতাবাসে আমন্ত্রন পত্র পৌঁছে যাবে। পাকিস্তানকে আমন্ত্রন জানানো হবে না কারণ তারা সন্ত্রাসকে সমর্থন করে, সীমান্তে ভারতীয় সেনাদের হত্যা করে এবং সর্বোপরি ভারতের সঙ্গে পাকিস্তান মেকি ভাল সম্পর্ক বজায় রেখেছে।" তিনি আরও বলেন, ''চিনা দূতাবাসেও আমন্ত্রন পাঠানো হবে কারণ চিনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিল রয়েছে।" পাকিস্তানকে আমন্ত্রন না জানানোর বিষয়ে RSS-র দিল্লির প্রধান প্রচারক রাজীব তুলি কোনওরকম মন্তব্য করতে রাজি হননি।
১৭ সেপ্টেম্বর শুরু হবে তিনদিন-ব্যাপী বক্তৃতা অনুষ্ঠান। যেখানে মোহন ভাগবত বাছাই করা নির্দিষ্ট কিছু শ্রোতার সঙ্গে আলোচনা করবেন, বিষয় 'RSS-এর চোখে ভারতের ভবিষ্যত'। ২৭ অগাস্ট একটি সাংবাদিক বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ অরুণ কুমার এই বক্তৃতার কথা ঘোষনা করেন। তিনি বলেছিলেন, ''বিশ্বের সেরা দেশগুলির মধ্যে ভারত তার জায়গা করতে তৎপর, আর সেই দিকেই ক্রমবর্ধমান। একই সময় RSS-এর মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এই উৎসাহ দেশের সমাজের একাংশ ও বুদ্ধিজীবিদের মধ্যে বাড়ানো, এবং যুবসমাজকে বিভিন্ন ইস্যুতে দেশের গুরুত্ব বোঝানো প্রয়োজন।" তিনি জানান, এই তিনদিনের বক্তৃতা সভায় সরসংঘচালক মোহন ভাগবতের উপস্থিতিতে তুলে ধরা হবে জাতীয় রাজনীতিতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে RSS-এর দৃষ্টিভঙ্গি।
আরও পড়ুন, সব রাজ্যে এন আর সি প্রয়োজন, বললেন আসামের মুখ্যমন্ত্রী
প্রথম দিন, মোহন ভাগবত আরএসএস সংগঠন, তাদের মতাদর্শ, দৃষ্টিভঙ্গি, কার্যক্রম ও অনুষ্ঠান সম্পর্কে কথা বলবেন। পরের দিন থাকবে সংরক্ষণ, হিন্দুত্ববাদ এবং সাম্প্রদায়িকতা জাতীয় সমসাময়িক বিষয়ে তাঁর নিজের মতামতের উপস্থাপনা।
এই প্রথমবার বিভিন্ন বিষয়ে স্বয়ংসেবক সংঘের মত পরিষ্কার করতে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তবে সূত্রের খবর, RSS দেশের সমস্ত দলের প্রধানদেরই নিমন্ত্রন পাঠাবে ও তাদের বাছাই কয়েকজন সদস্যদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানাবে। সূত্র অনুযায়ী, ''রাজ্যের বিভিন্ন দলগুলির মধ্যে শক্তিশালী দল যাদের জনগণ সমর্থন করে এমন দলগুলোকে আমন্ত্রন জানানো হবে, তারা RSS সংক্রান্ত তাদের জিজ্ঞাস্যও রাখতে পারে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ডিএমকে-র মতো দল রয়েছে এই তালিকায়।"
আরও পড়ুন, আখলাক বা অ্যাওয়ার্ড ওয়াপসির মত ঘটনা সামনে এলেও জিতবে বিজেপি, দাবি অমিত শাহের
এই অনুষ্ঠানের রাজনৈতিক উদ্দেশ্য আছে, একথা যদিও আরএসএস মানতে নারাজ। তারা রাজনৈতিক দলগুলোক আমন্ত্রন পাঠিয়েছে কারণ, নানা সময়ে রাজনৈতিক বিষয়ে দলগুলি "সংঘের যোগসাজশ" খুঁজেছে।