বিবেক দেশপাণ্ডে ও মনোজ সি জি
আরএসএসের মঞ্চে কংগ্রেসের চাণক্য। এ খবর সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গেছে দেশে। নাগপুরে দলের প্রধান কার্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। আরএসএসের আমন্ত্রণপত্র নাকি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গ্রহণও করেছেন, যে খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেসের অন্দরে ফিসফাস শুরু হয়েছে। আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিকে ঠিক কোন চোখে দেখছে কংগ্রেস? দলের বহু নেতাই এ ব্যাপারে মুখে কুলুপ আঁটলেন। অন্যদিকে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধী। ফলে, এ প্রসঙ্গে তাঁদের প্রতিক্রিয়া পাওয়া নৈব নৈব চ।
এ কে অ্যান্টনির মতো বেশ কয়েকজন কংগ্রেসের শীর্ষ নেতা এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ। এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না বলে কার্যত বিষয়টি এড়িয়েই গিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার অবশ্য বলেছেন যে, প্রণব মুখোপাধ্যায় আরএসএসের অনুষ্ঠানে গেলে, তাঁর আদর্শ বদলে যাবে না। প্রাক্তন রাষ্ট্রপতি যে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি সে কথাও মনে করিয়ে দিয়েছেন সুশীল কুমার।
আরও পড়ুন, রাহুলের রিপোর্ট কার্ডে ডাহা ফেল মোদি সরকার!
আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, এ ব্যাপারে সবচেয়ে ভাল ব্যাখ্যা দিতে পারবেন প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই।
কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার বলেন যে, প্রণব মুখোপাধ্যায়কে আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সেখানে উনি যাবেন কিনা, সে ব্যাপারে প্রাক্তন রাষ্ট্রপতি অন্যদের সঙ্গে আলোচনা করছেন।।
আরও পড়ুন, আরও দামি পেট্রোল-ডিজেল, সাধারণের হয়রানি
এক কংগ্রেস নেতার মতে, আরএসএসের সঙ্গে জঙ্গিদের কোনও যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ২০১০ সালে এআইসিসি-র বুরারি প্লেনারি সেশানে তৎকালীন ইউপিএ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়।
ইতিমধ্যেই নাগপুরে আরএসএসের সূত্র মারফৎ জানা গেছে যে, মোহন ভাগবতের সঙ্গে চারবার দেখা করেছেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি থাকাকালীন আরএসএস প্রধানের সঙ্গে প্রথমবার প্রণব মুখোপাধ্যায়ের দেখা হয়েছিল বলে জানা গিয়েছে।