Advertisment

যোগীর হয়ে ট্যুইটে মিলবে দু’টাকা! অডিও ভাইরাল হতেই চাকরি খোয়ালেন IT সেল প্রধান

স্বাভাবিক ভাবেই বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিজেপি এবং যোগী।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath, UP, IT Cell, Tweet, BJP, Uttar Pradesh Election

যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

এমনিতেই উত্তর প্রদেশের ভোটের আগে যোগীর ভাবমূর্তি চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপি নেতৃত্বের। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সমর্থনে টুইট করলে মিলবে দু’টাকা। এই দাবি ঘিরে চাঞ্চল্য ‘রাম রাজ্যে’। ভাইরাল এক বিতর্কিত অডিওয় এই দাবি করা হয়েছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস। অডিয়ো ভাইরাল হতেই বিতর্কে যোগীর মিডিয়া টিম। বিতর্ক জোরালো হতেই যোগীর প্রচার সামলানোর দায়িত্বে থাকা সংস্থা, তাদের আইটি সেলের প্রধানকে বরখাস্ত করেছে।

Advertisment

ভাইরাল হওয়া অডিয়োয় দুই ব্যক্তিকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা গিয়েছে। এরা যোগীর সমর্থনে টুইট করা এবং তার জন্য টাকাপয়সার লেনদেন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বলা হয়েছে, যোগীর হয়ে টুইট করলে মিলবে দু’টাকা। অভিযোগ, ‘যোগীর প্রচারের দায়িত্বে থাকা টিমের সদস্যরা এ সব কথা বলছিলেন। প্রাক্তন আইএএস সূর্যপ্রতাপ সিংহ ওই অডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।‘

যদিও অডিয়ো নিয়ে প্রচার সংস্থার প্রতিক্রিয়া মেলেনি। তবে তারা তাদের আইটি সেলের প্রধান মনমোহন সিংহকে বরখাস্ত করেছে। আর শাস্তি মেলার পর মনমোহন তাৎপর্যপূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হাজার জবাবের চেয়ে ভাল আমার নীরবতা। তা হয়তো অনেক প্রশ্নকে ঢেকে দেবে।’

স্বাভাবিক ভাবেই বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিজেপি এবং যোগী। বিজেপি মুখপাত্র মণীশ শুক্লের দাবি, বিষয়টি একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। এতে বিজেপি ও যোগীর কোনও যোগ নেই। তাঁর যুক্তি, ‘কোন্‌ সংস্থা কোন কর্মীকে বরখাস্ত করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার।‘

সূত্রের দাবি, যোগীর হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাত একটি বেসরকারি সংস্থা। মনমোহন সেই সংস্থার কর্মী। কিন্তু কিছু দিন আগে মনমোহনের সংস্থাকে সরিয়ে প্রচারের দায়িত্ব দেওয়া হয় অন্য একটি সংস্থাকে। নতুন সংস্থাটি গোটা বিষয়টি সামলানোর চেষ্টা করছে।

সেই সময়েই সামনে এসে গেল বিতর্কিত অডিয়ো। যার জেরে বরখাস্ত হলেন পুরনো সংস্থার আইটি সেলের প্রধান।

yogi adityanath IT Cell Uttar Pradesh Election
Advertisment