Advertisment

শবরীমালা: হিন্দু বিশ্বাস নিয়ে খেলছে সিপিএম সরকার- অমিত শাহ

অমিত শাহ বলেছেন, ‘‘এখন কেরালায় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রাজ্য সরকারের হিংসার যুদ্ধ চলছে। ভক্তদের সঙ্গে পাথরের মত শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, বাম সরকার হুঁশিয়ার হোক।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শবরীমালা মন্দিরে আবার উৎসব আসছে

শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে কেরালা সরকার যে ভক্তগণকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে সরব হলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি সভাপতি জানিয়েছেন, ভক্তদের সঙ্গে সর্বদাই রয়েছে তাঁর দল।

Advertisment

অমিত শাহ বলেছেন, ‘‘এখন কেরালায় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রাজ্য সরকারের হিংসার যুদ্ধ চলছে। বিজেপি, আর এস এস এবং অন্য সংস্থার ২০০০ এর বেশি কর্মী গ্রেফতার হয়েছেন।  ভক্তদের সঙ্গে পাথরের মত শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, বাম সরকার হুঁশিয়ার হোক।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘হিন্দু বিশ্বাসের সঙ্গে খেলা করা গেরুয়া বাহিনী মেনে নেবে না।’’

আরও পড়ুন, শবরীমালা কাণ্ডে ২০০০-এর বেশি গ্রেফতার, ধরপাকড় চলবে

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শবরীমালা কাণ্ডে ধরপাকড়ের নির্দেশ দেওয়ার পর ২০০০-এর বেশি জনকে গ্রেফতার করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার জন্য। অমিত শাহ বলেছেন, ‘‘আদালতের নির্দেশের নাম করে যারা হিংসায় ঘৃতাহুতি দিচ্ছে তাঁরা জেনেন নিন যে অনেক মন্দির আছে যেগুলি ভিন্ন ভিন্ন নিয়ম বিধি চলে।’’

বাম সরকার আয়াপ্পাস্বামীর আন্দোলনকে দমন করতে চাইছে অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ‘‘কেরালা সরকার আয়াপ্পাভক্তদের অপমান করছে। যাঁরা মন্ত্রোচ্চারণ করছেন তাঁদের কী করে গ্রেফতার করা হল?’’

অমিত শাহকে প্রত্যুত্তর দিতে দেরি করেননি কেরালার মুখ্যমন্ত্রী। কান্নুরে অমিত শাহ-র বক্তব্যকে ‘সুপ্রিম কোর্ট ও সংবিধানের উপর আঘাত’ বলে মন্তব্য করেছেন বিজয়ন।

বিজয়ন আরও বলেছেন, অমিত শাহের মন্তব্য ‘‘আরএসএস এবং সংঘ পরিবারে আসল রং চিনিয়ে দেয়’’।

Read Full Story in English

Advertisment