/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-96.jpg)
গেহলট-পাইলট দ্বন্ধ চরমে
রাজস্থানে বিধানসভা নির্বাচনের মাত্র ৬ মাস আগেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন শচীন পাইলট। তিনি বলেন, আগের বসুন্ধরা রাজে সরকারের আমলে যে দুর্নীতির প্রসঙ্গগুলি সামনে এসেছিল সেগুলির বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজস্থানে অশোক গেহলট সরকারের বিরুদ্ধেই এবার ফের মুখ খুললেন কংগ্রেস নেতা শচীন পাইলট। শুধু তাই নয় সরকারের বিরুদ্ধে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কংগ্রেস নেতা শচীন পাইলট বরিবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে দুর্নীতির বিষয়ে গেহলট ব্যবস্থা না নিলে তিনি সরকারের বিরুদ্ধে অনশনে বসবেন। জয়পুরের সিভিল লাইনসে নিজের বাসভবনে সরকারের বিরুদ্ধেই এদিন এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা শচীন পাইলট।
তিনি বলেন, ‘আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে খনি কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত করা যায়নি, বা ললিত মোদীর ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, এর ফলে জসাধারণের কাছে একটি ভুল বার্তা গিয়েছে। নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি। অবিলম্বে সরকার ব্যবস্থা না নিলে আমি নিজে সরকারের বিরুদ্ধে অনশনে বসব’।
#WATCH | Rajasthan: I wrote a letter to CM Ashok Gehlot and said that elections are coming and we must show the public that there is no difference between our promises and our work. But I have not received any answer from the CM yet...In Rajasthan, we are neither using them nor… pic.twitter.com/sIsQwgA9AL
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 9, 2023
কংগ্রেস নেতা বলেন, ‘বিরোধীরা এই বিষয়ে আমাদের সরকারের যোগসাজশের অভাবকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমরা বসুন্ধরা রাজের বিরুদ্ধে ৪৫হাজার কোটি টাকার খনি কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছিলান, কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তদন্ত সংস্থাকে অপব্যবহার করছে, অন্যদিকে রাজস্থান সরকার তদন্তকারী সংস্থাগুলিকে সঠিক কাজে ব্যবহার করছে না।
রাজস্থানে শচীন পাইলট ফের নিজের দলের সরকারকে নিয়েই প্রশ্ন তুলেছেন। রবিবার এক সাংবাদিক তিনি বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে আমি মুখ্যমন্ত্রী গেহলটের কাছে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু গেহলট কোনও ব্যবস্থা নেননি।" এর প্রতিবাদে ১১ এপ্রিল জয়পুরের শহীদ স্মৃতিসৌধে একদিনের অনশনে বসব”।
তিনি বলেন, "বসুন্ধরা সরকারের দুর্নীতির বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তদন্তের। তারপরেও ব্যবস্থা নেওয়া হনি। এবিষয়ে আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। কিন্তু তার কোন উত্তর পাইনি। যাতে কংগ্রেস কর্মীরা মনে না করেন যে আমাদের কথা এবং কাজের মধ্যে ফারাক রয়েছে তার জন্য অবিলম্বে তদন্ত হওয়া উচিত’। পাইলট এদিন বলেন, ‘দেশের কেন্দ্রীয় সরকার ইডি এবং সিবিআই-এর মতো সংস্থাগুলিকে অপব্যবহার করছে এবং আমাদের কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার নাটক করা হচ্ছে। কিন্তু রাজস্থানে আমাদের সরকার সংস্থাগুলিকে সদব্যবহার করছে না”।