Advertisment

প্রতিশ্রুতিতে কোন আপোস নয়, গেহলটের বিরুদ্ধে সুর চড়িয়ে অবস্থানে অনড় পাইলট  

কংগ্রেস বরাবরই দুর্নীতির বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress, Rajasthan Congress, Ashok Gehlot, Sachin Pilot, Rajasthan polls, gehlot vs pilot, Indian express

রাজস্থান নির্বাচনের আর ৬ মাসও বাকী নেই। তার মধ্যে গেহলট-পাইলট দ্বন্ধ ঠেকাতে মরিয়া কংগ্রেস হাইকমান্ড। কিন্তু শচীন পাইলট আবারও গেহলট সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। পাইলট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি গেহলট সরকারের কাছে তাঁর দাবিতে কোন মতেই পিছপা হবেন না।

Advertisment

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই দ্বন্দ্ব আরও তীব্র হয় যখন পাইলট বসুন্ধরা রাজে সরকারের কথিত দুর্নীতির মামলায় ব্যবস্থা নেওয়ার দাবিতে একদিনের অনশনে বসেন। এরপর সাংবাদিক বৈঠকে নাম নিয়ে অশোক গেহলটকে সরাসরি নিশানা করেন শচীন পাইলট। শুধু তাই নয়, দুর্নীতির মামলায় ব্যবস্থা নেওয়ার দাবিতে ৫ দিনের পদযাত্রাও করেন তিনি। পদযাত্রা চলাকালীন, শচীন পাইলট ৩টি দাবি পেশ করেছিলেন এবং ১৫ দিনের মধ্যে অর্থাৎ ৩১ মে এর মধ্যে সেগুলি পূরণ করার ডেডলাইনও দিয়েছিলেন। গতকাল তিনি নিজের নির্বাচনী আসনে এক ভাষণে বলেন, 'ডেডলাইনের মেয়াদ শেষ। এবার দেখা যাক সরকার কী অবস্থান নেয়'।

রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট বলেছেন যে তিনি রাজ্যের যুবকদের ইস্যু তিনি বারবার তুলে ধরবেন এবং তিনি তাঁর কথায় অটল থাকবেন। পাইলট বুধবার টঙ্ক জেলা সফরে আয়োজিত কর্মসূচিতে একথা বলেন। তিনি বলেন, যেসব নেতা ও জনপ্রতিনিধি তাদের কথায় অটল থাকেন, অটল থাকেন, তারাই জনগণের হৃদয়-মনে তাদের ছাপ রেখে যান।

তিনি বলেন, ‘দেশ ও রাষ্ট্রের কোথাও দুর্নীতি হলে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে’। তিনি আরও বলেন, ‘আমি সব সময় তরুণদের জন্য লড়াই করেছি, আওয়াজ তুলেছি’। আমরা যদি তার কথা না রাখি তাহলে তাদের সব আশা শেষ হয়ে যাবে। তরুণরা এগিয়ে গেলে, কৃষক এগিয়ে গেলে দেশ আপনা-আপনিই উন্নত হবে।

পাইলট বলেন, কৃষক ও তরুণদের কেন্দ্রবিন্দুতে রেখে আমাদের কাজ করতে হবে। কৃষক ও যুবকের কোন জাত নেই। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করা আমাদের প্রাথমিক দায়িত্ব। তরুণদের উৎসাহিত করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। গত সাড়ে চার বছরে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কাজ করলেও আমার অগ্রাধিকার শিক্ষা ক্ষেত্রে আরও কাজ করা।পাইলট বলেন, ‘শহরের পাশাপাশি গ্রামেও শিক্ষা নিয়ে সচেতনতা তৈরি হয়েছে।  গেহলট সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পাইলট বলেন, ‘কংগ্রেস বরাবরই দুর্নীতির বিরুদ্ধে। কংগ্রেস দল সব সময়ই তরুণদের পক্ষে। তাই তাদের জন্য ন্যায়বিচার পাওয়া এবং বিজেপি সরকারের সময়ে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা খুবই জরুরি। এ বিষয়ে আপসের কোন প্রশ্নই নেই’।

CONGRESS
Advertisment