কংগ্রেস থেকে খুইয়েছেন উপমুখ্যমন্ত্রীর পদ। এবার কি তবে বিরোধী বিজেপি শিবিরেই যাবেন রাজস্থানের 'প্রাক্তন' কংগ্রেস নেতা শচীন পাইলট। কিন্তু বুধবার পদ্মশিবিরে যোগ দেওয়ার গুজব উড়িয়েছেন তিনি নিজেই। তবে আপাতত শচীনেই নজর রেখেছেন বিজেপি কর্তাব্যক্তিরা। কারণ অশোক গেহলটের সরকারের বিরুদ্ধে এখনও লড়াই জারি রেখেছেন পাইলট। সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়াণ নেতা গজেন্দ্র সিং সেখাওয়াত জানিয়ে দেন যে 'খেলা এখনও শেষ হয়নি।'
তবে মোদী শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ' অশোক গেহলট নেতৃত্বাধীন কংগ্রেস সরকার যাতে বিধানসভায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, ব্যর্থ হয়', তা দেখতে সবরকম পদক্ষেপই নেবেন তাঁরা। বিজেপি নেতাদের মতে শচীন পাইলটকে নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে সব ধরনের কথাবার্তা এগিয়েছে। তবে, 'সচিন আদতে কী চান, তাঁর কাছে কতটা ক্ষমতা রয়েছে'-এই বিষয়গুলি এখন দেখা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানান হয়েছে।
আরও পড়ুন, বিজেপিতে ‘ল্যান্ডিং’ নয়, জানালেন পাইলট
বর্ষীয়াণ এক বিজেপি নেতার কথায়, "আমরা এখন সময়ের অপেক্ষা করছি আর দেখে যাচ্ছি। যারা কংগ্রেস শিবির ত্যাগ করবে বিজেপি সরকার তাঁদের সাহায্য করবে। বিরোধী শক্তি হিসেবে আমরা এটাই দেখতে চাইব যে বিধানসভায় ফ্লোর টেস্ট দিতে ব্যর্থ হোক গেহলট সরকার।"
যদিও পদ্মশিবিরের মত শচীন পাইলট কংগ্রেসের কাছে 'অ্যাসেট'। তিনি যদি কংগ্রেস ত্যাগ করেন তাহলে অনেককেই সঙ্গে নিয়েই দলত্যাগ করবেন তিনি। আর সেই সময়েই গেহলটের সরকারের বিরুদ্ধে ময়দানে নামবে বিজেপি। এদিকে রাজস্থানে কংগ্রেস অন্দরে অশোক গেহলটের মন্তব্যের বিরোধিতা শুরু হয়েছে। শচীন প্রসঙ্গে মরুরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "প্রমাণ দেখান যে ঘোড়া কেনাবেচা শুরু হয়েছে। উপমুখ্যমন্ত্রী (শচীন পাইলট) আসলে নিজেই এই ডিল করছেন।" অন্যদিকে, গেহলটের গদি বাঁচাতে দীর্ঘ আইনি ও কৌশলী লড়াইয়ে জোর দিচ্ছে হাত শিবির। বুধবারই স্পিকার সি পি যোশীর দফতর ‘বিদ্রোহী’ কংগ্রেস বিধায়কদের নোটিস দিয়েছে। আগামী শুক্রবারের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
Read in story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন