ভোটের দুদিন আগে শিবসেনায় যোগদান সলমনের দেহরক্ষীর

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে তাঁদের মুম্বইয়ের বাসভবনেই দলে যোগ দিলেন শেরা

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে তাঁদের মুম্বইয়ের বাসভবনেই দলে যোগ দিলেন শেরা

author-image
IE Bangla Web Desk
New Update
salman khan bodyguard shera

ছবি সৌজন্য: টুইটার/শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আক্ষরিক অর্থেই আর দু'দিন বাকি, এমন সময় শুক্রবার শিবসেনায় যোগ দিলেন বলিউড তারকা সলমন খানের বডিগার্ড গুরমীত সিং, ওরফে শেরা।

Advertisment

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে তাঁদের মুম্বইয়ের বাসভবনেই দলে যোগ দিলেন শেরা। একটি টুইটের মাধ্যমে এই খবর জানিয়েছে শিবসেনা।

Advertisment

আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, যার প্রচার শেষ হলো আজ, শনিবার। নির্বাচনের ফলাফল জানা যাবে ২৪ অক্টোবর।

salman khan