'আহমেদাবাদ বিস্ফোরণে দোষীদের সঙ্গে যোগ সপা-র', বিস্ফোরক অভিযোগ বিজেপির

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন চলাকালীন সমাজবাদী পার্টির সঙ্গে জঙ্গি যোগসাজশের অভিযোগ তুলল বিজেপি।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন চলাকালীন সমাজবাদী পার্টির সঙ্গে জঙ্গি যোগসাজশের অভিযোগ তুলল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Samajwadi party has links with terrorists involved in 2008 Ahmedabad blasts, alleges BJP

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।

এবার সমাজবাদী পার্টির বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ বিজেপির। সাংবাদিক বৈঠকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের একটি ছবি তুলে ধরে চাঞ্চল্যকর এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ছবিতে অখিলেশ যাদবের সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে তিনি ২০০৮-এ আহমেদাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির বাবা। যদিও বিস্ফোরক এই দাবির পাল্টা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি সমাজবাদী পার্টির তরফে।

Advertisment

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন চলাকালীন বোমা ফাটাল বিজেপি। সেরাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির সঙ্গে জঙ্গি যোগসাজশের অভিযোগ গেরুয়া শিবিরের। দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একটি ছবি দেখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া দলের নেতা অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, ওই ছবিতে সপা নেতা অখিলেশ যাদবের সঙ্গে রয়েছেন আহমেদাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির বাবা।

আরও পড়ুন- তৃতীয় দফায় আজ উত্তর প্রদেশের ৫৯ কেন্দ্রে নির্বাচন, ভোটগ্রহণ পঞ্জাবেও

Advertisment

উল্লেখ্য, ২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিস্ফোরণে দোষী আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। গুজরাতের আহমেদাবাদে ২০০৮ সালে ওই বিস্ফোরণে যোগ ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের। ওই বিস্ফোরণে ৫৬ জন নিহত হয়েছিলন এবং কমপক্ষে দু'শো জন আহত হয়েছিলেন।

দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে সমাজবাদী পার্টিকে নিশানা করে অনুরাগ ঠাকুর বলেন, ''বিজেপি সব সময় জঙ্গি কার্যকলাপ রুখতে জিরো টলারেন্স নীতি নেয়। সমাজবাদী পার্টিই সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের পাশে দাঁড়িয়েছে। আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে উত্তরপ্রদেশের সপা নেতাদের সরাসরি যোগসূত্র ছিল। রামের নাম মুখে নিয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে থাকছে সপা। এটা সমাজবাদী পার্টি নয়, সমাজবিরোধী পার্টি।''

Read story in English

bjp Terrorist Samajwadi Party Ahmedabad Uttar Pradesh Poll 2022