উদয়নিধিকে মুখ্যমন্ত্রী যোগীর যোগ্য জবাব, বললেন- ‘সনাতন ভারতের জাতীয় ধর্ম, ক্ষমতায় দম্ভে তা মুছে ফেলা অসম্ভব’।
এবার সনাতন ধর্ম নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। আবারও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম বাতিলের বিবৃতির কড়া সমালোচনা জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘ক্ষমতার দম্ভে সনাতন ধর্মকে মুছে ফেলা অসম্ভব’।
তামিলনাড়ু সহ সারা দেশ জুড়ে সনাতন ধর্ম নির্মূলের উদয়নিধি স্ট্যালিনের বক্তব্য নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদয়নিধি্র বিবৃতির কড়া নিন্দা করেছেন। সেই সঙ্গে সনাতন ধর্মকে 'ভারতের জাতীয় ধর্ম' হিসাবে বর্ণনা করে যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্মের ওপর আক্রমণ আগেও ঘটছে, কিন্তু ক্ষমতার দম্ভে তা মুছে ফেলা অসম্ভব’।
বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম। এর স্থায়ীত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই ভগবানের ওপর অবিশ্বাস এবং সনাতন ধর্মের ওপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে। এটা দুর্ভাগ্যজনক যে আজও ভারতে বসবাসকারী অনেক লোক সনাতন ধর্মকে অভিশাপ দিচ্ছে এবং তারা ভারতীয় মূল্যবোধ, আদর্শ ও নীতিকে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করছে না।
বিজেপি বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেন, 'যে সনাতন ধর্ম রাবণের অত্যাচারে নড়েনি, যে সনাতন ধর্ম কংসের দাম্ভিকতায় ধ্বংস হয়নি এবং সনাতন ধর্ম যা বাবর ও আওরঙ্গজেবের তরবারির আঘাতে ধ্বংস হয়নি। , সেই সনাতন কী মুছে ফেলা সম্ভব?' আদিত্যনাথ আরও বলেন, 'হিন্দু' শব্দটি ধর্ম নির্দেশক নয়, ভারতীয়দের জন্য ব্যবহৃত একটি সাংস্কৃতিক সম্বোধন। কিন্তু দুর্ভাগ্যজনক যে কিছু লোক হিন্দু সম্বোধনকে সংকীর্ণ পরিসরে আনার চেষ্টা করেছেন’। সিএম যোগী বলেন, ‘বাবর অযোধ্যায় ভগবান রামের মন্দির ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ৫০০ বছর পরে, এখন একই রাম জন্মভূমিতে একটি বিশাল মন্দির তৈরি করা হচ্ছে’।