শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউতের বিশ্বাস, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়া বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয়লাভ করতে পারেন। সেটা সম্ভব যদি প্রিয়াঙ্কা আগামী বছরের লোকসভা নির্বাচনে প্রার্থী হন। আর, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাউত বলেছেন, 'যদি প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করেন, তবে তিনি নিশ্চিত জিতবেন। বারাণসীর মানুষ প্রিয়াঙ্কা গান্ধীকে চায়।' শুধু বারাণসীই নয়। রায়বেরেলি, বারাণসী এবং আমেঠির লড়াইও আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে কঠিন হবে বলেও মত সঞ্জয় রাউতের।
এর আগে, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদঢ়া বলেছিলেন যে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়া খুব ভালো সাংসদ হতে পারবেন। রবার্টের আশা ছিল, সেকথা মাথায় রেখে কংগ্রেস প্রিয়াঙ্কার জন্য আরও ভাল কিছু করার পরিকল্পনা করবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়া প্রার্থী হবেন বলে প্রচার চলেছিল। কিন্তু, তারপরও তিনি নির্বাচনী ময়দানে নামেননি। আর, যে আসনে প্রধানমন্ত্রী মোদী প্রার্থী হয়েছিলেন, সেই বারাণসীতে তিনি ৬৩ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোদীর বিরুদধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছিল শালিনী যাদবকে। তিনি মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছেন। কংগ্রেসের প্রার্থী অজয় রাই পেয়েছিলেন মাত্র ১৪ শতাংশের বেশি ভোট।
আরও পড়ুন- আরতির সময়ই ধসে পড়ল শিবমন্দির, ভয়াবহ বৃষ্টিতে হিমাচলে মৃত ৫০ ছাড়াল, বিপর্যস্ত দেবভূমিও
তবে, বিরোধীদের আশা ২০২৪ সালের নির্বাচন একদম অন্যরকম হবে। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ২৬টি বিরোধী দল ভারতীয় ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA)-এর জোটের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সরকারের বিরুদ্ধে একত্রিত হয়েছে। বিরোধীদের ধারণা, একের বিরুদ্ধে এক ফরমুলায় গেলে আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে পর্যুদস্ত করা সম্ভব। আর, সেই কথা মাথায় রেখেই সঞ্জয় রাউত বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়াকে প্রার্থী করার ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।