Advertisment

সোনালির পথেই সরলা, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে কাতর আবেদন

'ফের তৃণমূলেই ফিরতে চাই। বিজেপিতে যোগ দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই দলে ফিরতে চাইছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
sarala murmu

সরলা মুর্মু

ভোটের পর ঠিক উল্টো ছবি রাজ্য রাজনীতিতে। ভোটের আগে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদানের হিড়িক পড়েছিল। কিন্তু ভোটে ঘাস-ফুলের ব্যাপক সাফল্যের পর এবার সেই দলত্যাগীরাই ফের ফিরতে চাইছেন তৃণমূলে। রোজই তৃণমূল সুপ্রিমোর কাছে ভুল স্বীকার করে পুরনো দলে যোগদানের আবেদনের সংখ্যা বাড়ছে। শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একদা মমতার ছায়াসঙ্গী সোনালি গুহ তৃণমূলে ফিরতে চেয়ে কাতর আবেদন জানিয়েছেন। এবার সেই পথের পথিক হলের আরও এক বিজেপি নেত্রী মালদহের সরলা মুর্মু। সোনালিদেবীর মতোই তিনি স্বীকার করছেন যে, 'তৃণমূল ছাড়া ভুল সিদ্ধান্ত ছিল।'

Advertisment

সংবাদমাধ্যমে সরলা মুর্মু বলেছেন, 'ফের তৃণমূলেই ফিরতে চাই। বিজেপিতে যোগ দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই দলে ফিরতে চাইছি। দলের জেলা নেতৃত্বকেও সব জানিয়েছি। তৃণমূলের যখন যেখানে প্রয়োজন হবে, সেখানেই দলের হয়ে কাজ করবো।'

প্রার্থী তালিকা ঘোষণার পর টিকিট না পেয়ে যখন একের পর এক তৃণমূল নেতারা বিজেপিতে নাম লিখিয়েছেন, খাড়া করেছেন পুরনো দলে দম বন্ধের তত্ব, তখন মালদহের হবিবপুর থেকে সরলা মুর্মুকে তৃণমূল প্রার্থী করলেও ঘাস-ফুল ছাড়েন তিনি। সরলা সাফ জানিয়েছিলেন, তিনি হবিবপুর থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে চান না। এরপরই কলকাতায় এসে বিজেপির হেস্টিং কার্যালয়ে দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। বলেছিলেন, 'হবিবপুর থেকে ভোটে তৃণমূলের হয়ে লড়তে চাই না। ওখানকার সব তৃণমূল কর্মীরা বিজেপি হয়ে গিয়েছে। তৃণমূলে পদ দেওয়া হলেও কাজ করতে দেওয়া হয় না।' শেষ পর্যন্ত অবশ্য হবিবপুর থেকে বিজেপি সরলাকে প্রার্থী না করলেও ওই কেন্দ্রে ভোটে জয়ী হয়েছেন গেরুয়া দলের প্রার্থীই।

কিন্তু রাজ্যে বিজেপির নির্বাচনীভরাডুবি হতেই ফের পুরনো দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আবেদন করেছেন সরলা। তবে দলত্যাগীদের ফের দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

একের পর এক তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নেতা-নেত্রী ফের পুরনো দলে ফিপরতে চাইছেন। প্রত্যেকেই 'ভুল স্বীকার' করছেন ও বিজেপিতে 'দম বন্ধ' হওয়ার তত্ব খাড়া করছেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'বিজেপি প্রত্যাশা মতো ফল করতে ব্যর্থ হয়েছে। তাই সুবিধা করতে পারছেন না তৃণমূল থেকে দলে যোগদানকারীরা। তাই ফের পুরনো দলে ফিরতে চাইছেন। বিজেপিতে যোগ দিয়ে কেউ যদি মনে করে ভুল করেছেন তবে সেটা তাঁদের সমস্যা। দু-একজন এলে গেলে বিজেপির কিছু যায় আসে না।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp west bengal politics Malda
Advertisment