Advertisment

Satya Pal Malik On Modi: 'মুখ বন্ধ করতে এজেন্সিকে কাজে লাগাচ্ছে মোদী সরকার', হাসপাতালে শুইয়ে ক্ষোভ প্রাক্তন রাজ্যপালের

গত বছর থেকে কৃষকদের আন্দোলনের প্রেক্ষিপ্তে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েই কী চরম বিপাকে প্রাক্তন রাজ্যপাল?

author-image
IE Bangla Web Desk
New Update
Satya Pal Malik whistleblower, Satya Pal Malik whistleblower in scam, Satya Pal Malik news, Satya Pal Malik, Indian express news, current affairs

আমি আমার সমস্ত কাশ্মীরের বইয়ের পাণ্ডুলিপি লুকিয়ে রেখেছি: মালিক

মোদী সরকারের সমালোচনা করার জন্যই ইডি-সিবিআইকে দিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে মোদী সরকারের বিরুদ্ধে গতকালের সিবিআই হানা নিয়ে ক্ষোভ উগরে দেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। ২০১৮ সালের ২৩ অগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর অবধি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তিনি। কিরু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিপ্তে গতকাল সিবিআই তার বাসস্থান সহ মোট ৩০টি স্থানে তল্লাশি চালায়। এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইলে সই করার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অতীতেও এই মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisment

নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন সিবিআই বৃহস্পতিবার তার বাসভবনে যে অভিযান চালিয়েছিল তা "অনাকাঙ্ক্ষিত"। প্রাক্তন রাজ্যপালকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, 'সিবিআই সম্ভবত এই বিষয়টি জানত না। প্রাক্তন রাজ্যপাল মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, কিরু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে ১৫০ কোটি টাকা ঘুষের এসেছিল আমার কাছে। কিন্তু আমি ফাইল ছেড়ে দিতে করতে অস্বীকার করেছিলাম। কিন্তু আমি যাদের নামে অভিযোগ জানিয়েছিলাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সিবিআই আমাকেই হয়রানির সিদ্ধান্ত নিয়েছে।”

তার বাসভবনে অভিযানের সময় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই অভিযান স্পষ্টতই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমার মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা। মোদী সরকার তার সমালোচকদের যেভাবেই হোক মুখ বন্ধ করতে চায়। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। গত বছর থেকে কৃষকদের আন্দোলনের বিষয়ে আমি যেভাবে প্রশ্ন তুলেছি তা পছন্দ হয়নি মোদী সরকারের"। তিনি যোগ করেছেন যে ২২০০ কোটি টাকার কিরু প্রকল্পের জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১৯ সালে। তিনি গভর্নর হিসাবে দায়িত্ব ছাড়ার পর।

cbi modi Satyapal Malik
Advertisment