Advertisment

‘সত্য, সাহস, বলিদান’! গান্ধী পরিবারের 'ঐতিহ্য-শক্তি'কে স্মরণ রাহুল গান্ধীর

অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাহুল গান্ধী

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Press Conference Live,

সত্য, সাহস এবং বলিদান আমাদের ঐতিহ্য, আমাদের শক্তি! গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ট্যুইটার বায়ো ঝড় তুলেছিল। তাতে লিখেছিলেন 'অযোগ্য সাংসদ'! আর তার মাত্র ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ‘গান্ধী পরিবারের’ ঐতিহ্য এবং শক্তি তুলে ধরতে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘সত্য, সাহস এবং বলিদান আমাদের ঐতিহ্য, আমাদের শক্তি’!  

Advertisment

ভিডিওটিতে তেরঙায় মোড়ানো রাজীব গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে লক্ষাধিক লোকের অংশগ্রহণে দীর্ঘ ১০মাইল শেষযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। এই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী গান্ধী পরিবারের ঐতিহ্য এবং শক্তিকে বর্ণনা করতে গিয়ে লিখেছেন ‘সত্য, সাহস এবং বলিদান আমাদের ঐতিহ্য, আমাদের শক্তি’!

রাহুলের সাংসদ পদ বাতিলের জেরে দেশজুড়ে চলা কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচীর মঞ্চ থেকে ভাইয়ের সমর্থনে সুর চড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, "আমার মনে আছে কিভাবে রাহুল ৩২ বছর আগে আমার বাবার মৃতদেহ বহনকারী সেনা ট্রাকের পিছনে হেঁটেছিলেন  তিনি ট্রাকের পিছনে রোদে দীর্ঘ পথ হেঁটেছিলেন। আমার বাবার দেহ তেরঙ্গায় মোড়ানো ছিল। আপনি আমার বাবাকে অপমান করেছেন, যিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। একজন শহীদের ছেলেকে দেশদ্রোহী বলে মন্তব্য করছেন, তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাকে 'মীরজাফর' বলা হচ্ছে,”!

পাশাপাশি তিনি মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, জেলে ভরতে হয় ভরুন, সত্যি কথা ভারতের প্রধানমন্ত্রী একজন কাপুরুষ…’ রাজঘাটে প্রতিবাদ মঞ্চ থেকে বিস্ফোরক বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল রাজঘাটে বিক্ষোভ মঞ্চ থেকে মোদীকে তীব্র নিশানা করে বলেছেন, ‘এক শহীদ প্রধানমন্ত্রীর পুত্র যিনি জাতীয় ঐক্যের জন্য হাজার হাজার কিলোমিটার হেঁটেছেন তিনি কখনই দেশকে অপমান করতে পারেন না’।

রাহুলের সাংসদপদ বাতিলের জেরে গতকাল দিনভর কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন চলে। দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেস নেতা-কর্মীরা। বিক্ষোভ মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মামলা কর, আমাকে জেলে ভরো, কিন্তু সত্য হল ভারতের প্রধানমন্ত্রী একজন কাপুরুষ”।

rahul gandhi
Advertisment