আর ঘোষণা নয়, এবার সুজাতা-সৌমিত্র বিবাহ বিচ্ছেদ গড়াল আইনি লড়াইতে। ইতিমধ্যেই স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে বিবাহ বিচ্ছেদের মামলার নোটিস পাযান হয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তরফে। জানা গিয়েছে, নোটিসে সুজাতার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলেছেন সৌমিত্র।
সূত্রের খবর, সৌমিত্র খাঁর আইনজীবী সুজাতা খাঁকে বিবাহ বিচ্ছেদের যে নোটিস পাঠিয়েছেন সেখানে স্ত্রীকে 'ঝগড়ুটে' ও 'উচ্চাকাঙ্খী' বলা হয়েছে। অভিযোগ আনা হয়েছে সুজাতা খাঁ হাইপারটেনশনের রোগী। নোটিসে নাকি বলা হয়েছে, পরিবারের থেকে আলাদা থাকার জন্য সুজাতা সৌমিত্রকে জোর করতেন। এমনকী শ্বশুড়-শ্বাশুরি ও সৌমিত্রর আত্মীয়দের সঙ্গেও অযথা ঝগড়া করতেন সুজাতা। বেশ কয়েকবার গায়েও হাতও তুলেছেন।
বলা হয়েছে, ২০১৯ সালের পর থেকেই সুজাতা খাঁ নিজের কর্মক্ষমতার কথা বলে বিজেপিতে পদ পাওয়ার চেষ্টা করেছেন। মনস্কামনা পূরণে স্বামীকেও তিনি জোর দিতেন। আর তা পূরণ না হওয়ায় সৌমিত্রকে নাকি সুজাতা খাঁ মারধর, গালিগালাজ করতেন। ছেড়ে চলে যাওয়ার কথা বলে শাসাতেন। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বামীর সম্মানহানি করতেই এসব করতেন বলে সুজাতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সৌমিত্র খাঁর আইনজীবীর তরফে।
বিজেপিতে 'সম্মান' নেই। এই অভিযোগ করেই সোমবার তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। তারপরই সাংবাদিক সম্মেলনে সুজাতাকে আইনি নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন সৌমিত্র। তৃণমূলের নক্কারজনক রাজনীতির বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ। তারপরই বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিস পৌঁছয় সুজাতার কাছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন