Manish Sisodia: 'একনায়কতন্ত্রকে চূর্ণ করতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট' তিহার জেল থেকে বেরিয়েই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
গতকালই শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। তিহার জেল থেকে বেরিয়ে দিল্লির ডিডিইউ মার্গে আপ সদর দফতরে দলীয় কর্মীদের ভাষণ দেওয়ার সময় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সংবিধানের প্রশংসা করে বলেন, "শীঘ্রই, মুক্তি পেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়ালও "। পাশাপাশি তিনি তাঁর মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য আইনজীবীদেরও ধন্যবাদ জানিয়েছেন। ভাষণের আগে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজ ঘাটেও যান প্রবীণ এই আপ নেতা।
আরও পড়ুন - < Israel strike on Gaza school: বুক কেঁপে উঠবে! গাজায় স্কুল লক্ষ্য করে ইজরায়েলের হামলা, মৃত শতাধিক >
গতকাল, সিসোদিয়ার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। আর এর জন্য শীর্ষ আদালতকে ধন্যবাদ জানিয়ে সিসোদিয়া বলেন, “কেবলমাত্র সংবিধানই একজন সাধারণ মানুষকে বাঁচাতে পারে এবং সংবিধানের এই ক্ষমতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তিও নিশ্চিত করবে। " গতকাল সিসোদিয়ার মুক্তির আদেশের পর আপ সাংসদ সঞ্জয় সিং আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, এটিকে "সত্যের জয়" এবং "কেন্দ্রের একনায়কতন্ত্রের পরাজয় বলেও" অভিহিত করেছেন।