/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-65.jpg)
রাহুল গান্ধী
বিজেপিকে হঠাতে জোটের নেতাদের জেতার অঙ্ক বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার ইন্ডিয়া জোটের মুম্বইয়ের বৈঠকে ভারতকে একসূত্রে গেঁথে শরিক দলগুলোকে আরও বেঁধে বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছেন ওয়ানাদের সাংসদ। গান্ধীজয়ন্তীতে ২ অক্টোবর, দিল্লির বুকে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। অচিরেই পাটনা, চেন্নাই, গুয়াহাটি, নাগপুর, দিল্লি-সহ পাঁচ শহরে হবে বৈঠক।
VIDEO | "This stage (INDIA alliance) represents 60 percent of India's population. If all parties come together then it is impossible for BJP to win. The task is to come together in the most efficient way possible," says Congress leader @RahulGandhi at the INDIA alliance press… pic.twitter.com/6kfZ08e2kS
— Press Trust of India (@PTI_News) September 1, 2023
ভারত ঐক্যবদ্ধ হলে বিজেপির জেতা অসম্ভব: রাহুল গান্ধী
বিরোধীদের মেগা বৈঠকের পরে গণমাধ্যমকে সম্বোধন করে শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, যে সব দল ভারতের ৬০ শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করে, তারা একত্রিত হওয়ায় বিজেপির পক্ষে তাদের পরাজিত করা অসম্ভব। তিনি বলেন, 'এই জোট ভারতের ৬০% জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা ঐক্যবদ্ধ হলে বিজেপির পক্ষে জয়ী হওয়া অসম্ভব। সুতরাং, আমাদের অবশ্যই কার্যকর উপায়ে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে- সমন্বয় কমিটি এবং আরও উপকমিটি গঠন করা হয়েছে। আসন ভাগাভাগির সকল আলোচনা দ্রুত সম্পন্ন করা হবে। এটা নিশ্চিত করবে যে ভারত বিজেপিকে পরাজিত করবে।'
I spent a week in Ladakh. I went to Pangong Lake, right in front of where the Chinese are. I had detailed discussions-probably the most detailed discussion that any politician outside Ladakh has had with the people of Ladakh.
They categorically told me that the PM is lying about… pic.twitter.com/HBfvFCTSxd— Congress (@INCIndia) September 1, 2023
প্রধানমন্ত্রী-আদানি দুর্নীতির একটি জোট। ভারত জোট তাদের পরাজিত করবে: রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী এবং আদানি দুর্নীতির একটি জোট। তাদের বিরুদ্ধে ভারত জোট শক্তি প্রদর্শন করবে। আমরা এদেশের কৃষক ও শ্রমিকদের যুক্ত করব। এই জোটের নেতাদের মধ্যে সম্পর্ক তৈরি করা আরও গুরুত্বপূর্ণ। এই মিটিংগুলি সম্পর্ক তৈরি করেছে এবং নিশ্চিত করেছে যে আমরা এক হিসেবে কাজ করব। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও নেতাদের মধ্যে নমনীয়তা আছে।
इस बैठक में दो महत्वपूर्ण निर्णय लिए गए।
1. एक कॉर्डिनेशन कमेटी होगी
2. जल्दी ही सीट शेयरिंग पर विचार कर रिजॉल्यूशन पारित किया जाएगा
: INDIA गठबंधन की बैठक के बाद @RahulGandhi जी pic.twitter.com/Rh7FpMSzSD— Congress (@INCIndia) September 1, 2023
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের বৈঠক: বিশাল ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী হল সিপিআইএমের?
চিনারা ভারতের জমি কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন: রাহুল গান্ধী
রাহুল জানান যে তাঁর সাম্প্রতিক লাদাখ সফরের সময়, প্রধানমন্ত্রীর মিথ্যাচার ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে চিন ভারতীয় অঞ্চলগুলো কেড়ে নেয়নি। এই ব্যাপারে রাহুল বলেন, 'আমি লাদাখে এক সপ্তাহ কাটিয়েছি। প্যাংগং হ্রদে গিয়েছিলাম। ওখানে চিনারা আছে। লেকের আশপাশে রাখাল ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা আমাকে বলেছে যে চিনারা ভারতের জমি নিয়ে গেছে। তারা আমাকে বলেছে যে প্রধানমন্ত্রী চিনাদের সম্পর্কে মিথ্যা বলছেন। লাদাখের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।'
আরও পড়ুন- ইন্ডিয়া জোট, বিরাট বোলবোলাও! বিরোধী জোটের কোন নেতা কী বললেন?