লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আজ ৩১ অগাস্ট ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দু'দুন মুম্বইতে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
"ইন্ডিয়া যত এগিয়ে যাবে, চিন পিছু হটবে"
মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানিয়েছেন, মহারাষ্ট্রের সংস্কৃতি অনুযায়ী অতিথিদের স্বাগত জানানো হবে। আমরা বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে জোটবদ্ধ হতে চলেছি। মানুষ এই জোটে যোগ দিচ্ছে। চিন অরুণাচলকে নিজেদের অঙ্গ হিসেবে দেখিয়েছে। ইন্ডিয়া জোট যত এগিয়ে যাবে, চিন ততই পিছু হটবে। এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, এখন পর্যন্ত জোটের দুটি বৈঠক সম্পন্ন হয়েছে। আজকের এই বৈঠকে আসন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মায়াবতীর সিদ্ধান্ত নিয়ে জনগণকে ভাবতে হবে। আমি বিরোধী জোটের সঙ্গে রয়েছি। এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই।
বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বইয়ে হতে চলেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার মেগা বৈঠক
এর আগে পাটনা এবং বেঙ্গালুরুতে দুই দফায় বৈঠক হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে 'ইন্ডিয়া'র তরফে জানানো হয়েছিল মুম্বইয়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতই বৈঠকের প্রস্তুতি সাড়া হয়েছে। মেগা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই রওনা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
এবারের বৈঠকের আয়োজন একসঙ্গে করতে চলেছে শিবসেনা, এনসিপি, ও কংগ্রেস। বৈঠকের আয়োজন হয়েছে বিমানবন্দরের কাছেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের কাছে একটি অভিজাত হোটেলে৷ ১ সেপ্টেম্বর মূল বৈঠক হলেও বৃহস্পতিবার বিরোধী জোটের নেতারা ফের একবার বৈঠকে বসতে চলেছেন। মেগা বৈঠকের আগে আয়োজন রয়েছে নৈশভোজেরও। এবারের বৈঠকে সমন্বয় কমিটি তৈরি হওয়ার কথা রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
লোকসভা নির্বাচনের আগে কীভাবে প্রচার সারবে ইন্ডিয়া জোট তাও ঠিক করা হবে এই বৈঠকে। পাশাপশি, ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ করা হতে পারে এবারের বৈঠকে। ২৮ টি অ-বিজেপি দলের বিরোধীদের ভারত ব্লক আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ পরিকল্পনা করতে বৃহস্পতিবার মুম্বাইতে বৈঠকে অংশ নিতে প্রস্তুত।
ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স তাদের তৃতীয় জাতীয় পর্যায়ের দুদিনের বৈঠক করবে বৃহস্পতিবার মুম্বাইতে শুরু হবে। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে রণকৌশল নির্ধারণে দু'দিনের এই বৈঠকে জড়ো হচ্ছে।
ব্লকের শেষ বৈঠক হয়েছিল জুন ও জুলাই মাসে
তৃতীয় বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ ইন্ডিয়া জোটের আগামীর সম্ভাবনার কথা তুলে ধরেন। আসন ভাগাভাগির কৌশল নিয়ে আলোচনা, অন্যান্য এজেন্ডার মধ্যে গ্রুপের নতুন সাধারণ লোগো উন্মোচন। এই মাসের শুরুতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং ভারতের প্রধান নেতা রাহুল গান্ধীকে সাংসদ হিসাবে পুনর্বহাল করার পর এটি হবে জোটের প্রথম বৈঠক হবে। মোদী পদবী মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে তিনি তাঁর সাংসদপদ হারান। উল্লেখ্য ইন্ডিয়া জোটের মিলিত হওয়ার মাঝে, বিজেপির নেতৃত্বে শাসক জোটের দুদিনের বৈঠকও শুরু হবে বৃহস্পতিবার।