শিবসেনার সাংসদ এবং দলের মুখপাত্র সঞ্জয় রাউত রবিবার বলেছেন, রাহুল গান্ধীকে কংগ্রেসের নেতৃত্বভার গ্রহণ থেকে বিরত করার চেষ্টা করলে শতাব্দী প্রাচীন দল 'বিলুপ্তি' হয়ে যাবে। সেনা মুখপত্র সামনায় নিজের কলামে রাউত লিখেছেন যে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন- এমন নেতা কংগ্রেসে নেই।
পোক্ত ও সর্বক্ষণের নেতৃত্বের আর্জি জানিয়ে সম্প্রতি কংগ্রেসের ২৩ নেতা সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। যাকে কেন্দ্র করে দলের অন্দরে তীব্র আলোচনা। এই ২৩ নেতাকে বিঁধে রাউত লিখেছেন, 'পত্র প্রেরক নেতাদের কে বা কারা সংগঠনে সক্রিয় হতে নিষেধ করছে? রাহুল গান্ধীকে নেতৃত্ব নিতে বাধা দেওয়ার চেষ্টা দলের অস্তিত্ব বিপন্ন করে দেবে।'
অ-গান্ধী কংগ্রেস সভাপতি ভাল ধারনা। কিন্তু পত্র প্রেরক ২৩ নেতার এক জনেরও কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মত ক্ষমতা নেই বলে মনে করেন মহারাষ্ট্রে হাত শিবিরের সঙ্গী শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত।
সামনায় কংগ্রেসের ভোটব্যাংক নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, 'একটা সময় ছিল যখন মুসলিম ও দলিতরা কংগ্রেসকে ভোট দিত। কিন্তু আঞ্চলিক দলের উত্থানের পর তাঁরা সেই দলগুলিকে ভোট দেয়। এখন আর কংগ্রেসের নিজস্ব ভোটব্যাংকও নেই। শুধুমাত্র প্রধানমন্ত্রী সমালোচনা করলেই ভোট আসবে না।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন