Advertisment

LOKSABHA ELECTION 2024: হেরে যাওয়া আসনে প্রার্থীতালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ, বিশেষ নজর কোন রাজ্যে?

সূত্রের খবর, গতবার যে আসনগুলিতে দল হেরে গিয়েছে সেই আসনগুলির প্রার্থী তালিকার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah in Bengal, West Bengal BJP meet, jp Nadda, Lok Sabha poll strategy, Lok Sabha elections 2024, Bengal BJP leaders, indian express news

অমিত শাহ এবং জেপি নাড্ডা (এক্সপ্রেস ফাইল ছবি)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শনিবার বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি বিষয় নিয়ে উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক করেছেন।

Advertisment

বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁইও উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, গতবার যে আসনগুলিতে দল হেরে গিয়েছে সেই আসনগুলির প্রার্থী তালিকা তৈরির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। চলতি মাসের শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এই বৈঠকের আগে, নাড্ডা রাজ্যের ইনচার্জ এবং কো-ইনচার্জদের সঙ্গেও দেখা নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

bjp loksabha election 2024
Advertisment