Advertisment

স্বামীর খুনিকে ভোটের টিকিট দেওয়ার তীব্র বিরোধিতায় আফরাজুলের স্ত্রী

রেগার তার ১৪ বছরের ভাইপো-কে দিয়ে পুরো হত্যাকাণ্ডের ভিডিও তৈরি করেছিল এবং সে ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগ্রা থেকে শম্ভুলাল রেগারকে লোকসভা ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে

শম্ভুলাল রেগারের লোকসভা প্রার্থী হওয়ার বিরুদ্ধে মুখ খুললেন আফরাজুলের আত্মীয়রা। রাজস্থানে গত বছর খুন হয়েছিলেন পশ্চিমবঙ্গের শ্রমিক মোহম্মদ আফরাজুল খান। আফরাজুলকে খুন করার অভিযোগে জেলও খেটেছে শম্ভুলাল। তাকে লোকসভায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়ে আফরাজুলের স্ত্রী গুল বাহার বিবি জানান, তাঁর স্বামীর হত্যাকারীকে যদি প্রার্থী করা হয় এবং সে যদি ভোটে জিতে যায়, তাহলে সে আর শাস্তি পাবে না।

গুল বাহার বলেছেন, ‘‘আমরা ওই লোকটার কঠোর শাস্তি চাই, আর কিছু চাই না। ও আমাদের কাছ থেকে সম্স্ত কিছু কেড়ে নিয়েছে, আমরা চাই এর বিচার হোক। এই খুনি লোকটাকে কারোরই ভোটে দাঁড় করানো উচিত না। ও যদি টিকিট পায় তাহলে ও শাস্তি এড়িয়ে যাবে এবং ওকে হয়ত আর অপরাধী সাব্যস্ত করাই যাবে না। আমরা তা চাই না।’’

মালদার শ্রমিক আফরাজুলকে খুন করে জ্বালিয়ে দিয়েছিল শম্ভুলাল রোগার। তার অভিযোগ ছিল আফরাজুল রাজস্থানে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে। রেগার তার ১৪ বছরের ভাইপো-কে দিয়ে পুরো হত্যাকাণ্ডের ভিডিও তৈরি করেছিল এবং সে ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। তাকে পুলিশ গ্রেফতার করে। আপাতত যোধপুর জেলে রয়েছে রেগার।

সম্প্রতি উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার জাতীয় সম্পাদক অমিত জানি ২০১৯-এর লোকসভা ভোটের জন্য তাদের পাঁচ প্রার্থীন নাম ঘোষণা করেছেন। আগ্রা আসনের জন্য রেগারের নাম ঘোষিত হয়েছে, উল্লেখ্য আগ্রা তফশিলি জাতিদের জন্য় সংরক্ষিত আসন।

গুল বাহার বলেছেন নিজের এই ক্ষমার অযোগ্য অপরাধের দিয়ে দেশের লোককে ভয় দেখাতে চায় রেগার। কিন্তু আমরা ভয় পাইনি। আমরা শেষ পর্যন্ত লড়ব। আমরা ওর ফাঁসি দেখতে চাই। ওকে ভোটের টিকিট দেওয়ার যে কথা উঠেছে আমরা তার তীব্র বিরোধিতা করছি।

Advertisment