মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির শহিদ সম্মান যাত্রা ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়৷ কলকাতা ছাড়াও জেলাগুলিতেও এদিন দলের কর্মসূচিতে পুলিশি অনুমতি না থাকায় বাধার মুখে পড়তে হয় বিজেপির নেতা-কর্মীদের৷ কলকাতা বিমানবন্দরে চত্বরে এদিন দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার-সহ বেশ কয়েকজনকে৷ এছাড়াও শিলিগুড়ি, বারাসত-সহ একাধিক জায়গায় শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় বিজেপি নেতা-কর্মীদের৷
সোমবার রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালন করে তৃণমূল৷ ওই দিনই পাল্টা পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করেছে বিজেপি৷ সোমবার বিজেপির ওই কর্মসূচি ঘিরেও চূড়ান্ত বিশৃঙ্খলা ছড়ায় ধর্মতলা চত্বর। আইন ভেঙে রাজনৈতিক কর্মসূচি পালনের দায়ে মহামারী আইনে গ্রেফতার করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। একই অভিযোগে গ্রেফতার করা হয় রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপি নেতা শীলভদ্র দত্তকেও।
আরও পড়ুন- দলত্যাগ শুনানি: বিধানসভায় এলেন না মুকুল, হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু
সোমবারের পর মঙ্গলবার শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করে বিজেপি৷ কলকাতা ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি এলাকায় দলের এই কর্মসূচি পালন ঘিরেও চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়৷ এদিন ধুন্ধুমার-কাণ্ড বেঁধে যায় বিমানবন্দর চত্বরে৷ দলের কর্মসূচি শুরুর পরেই সেখানে পৌঁছে যায় পুলিশ৷ ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় পুলিশের৷ বিমানবন্দরের সামনেই পুলিশ তাঁদের আটকে দেয়। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে৷
জোড়াসাঁকো থানা এলাকাতেও এদিন বিজেপির এই কর্মসূচি ঘিরে অশান্তি ছড়ায়৷ মহামারী আইন ভেঙে কর্মসূচি পালনের দায়ে বিজেপি নেতা কুশল পাণ্ডে, প্রকাশ দাস-সহ ৪ জনকে গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়৷ মধ্যমগ্রামে শহিদ সম্মান যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায়৷ করোনাকালে আইন ভেঙে কর্মসূচি পালনের দায়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস-সহ মোট ২১ বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ৷
বারাসতে গ্রেফতার হন আরও ৫ বিজেপি কর্মী৷ উত্তরপাড়ায় দলের কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিজেপির ২১ নেতা কর্মী৷ শিলিগুড়িতেও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালনের তোড়জোড় করেছিল গেরুয়া দল৷ পুলিশি বাধায় ভেস্তে যায় কর্মসূচি৷ করোনাবিধি ভেঙে দলের কর্মসূচি পালনের অভিযোগে গ্রেফতার করা হয় শঙ্কর ঘোষ-সহ বিজেপির ৩০ নেতা-কর্মীকে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন