Advertisment

sharad pawar: হিটলারের সঙ্গে মোদীর তুলনা, পাওয়ার প্লে'তে ঝোড়ো ব্যাটিং, ছক্কা হাঁকালেন NCP সুপ্রিমো

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করেছেন শরদ পাওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharad Pawar, Maharashtra, BJP ,Narendra Modi, Sharad Pawar questions BJP politics, Sharad Pawar attacked PM Narendra Modi, Sharad Pawar addresses party members, Sharad Pawar on CBI ED, Sharad Pawar supported Arvind Kejriwal, central government

হিটলারের সঙ্গে মোদীর তুলনা, পাওয়ার প্লে'তে ঝোড়ো ব্যাটিং, ছক্কা হাঁকালেন NCP সুপ্রিমো

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। শারদ পাওয়ার অভিযোগ করেছেন, ' কেন্দ্রের বিজেপি সরকার হিটলারের মতো আচরণ করছে। এজেন্সিগুলোর মাধ্যমে বিরোধী নেতাদের ভয় দেখানো হচ্ছে'। পাওয়ার বলেন, 'প্রধানমন্ত্রী মোদী কেবল গ্যারান্টি দেন, কিন্তু তাঁর গ্যারান্টি পূরণ হয় না। তিনি বিরোধীদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগও করেছেন'।

Advertisment



বিজেপিকে আক্রমণ করে শরদ পাওয়ার বলেন, হিটলার যেভাবে জার্মানিতে শাসন চালিয়েছেন, বিজেপিও তাই করছে। কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে ক্ষমতায় নেই বিজেপি। তাই সেখানে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। এনসিপি প্রধান আরও বলেন, বেসরকারীকরণ, মিথ্যা প্রচার, মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা এবং আক্রমণাত্মক জাতীয়তাবাদ বিজেপির এজেন্ডার মূল বিষয়।

পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছেন শরদ পাওয়ারও। দিল্লির মদ কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করেছে ইডি। এই প্রসঙ্গে শারদ পাওয়ার বলেন, 'কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করছে'।

লোকসভা ২০২৪: < Loksabha Election: তৃতীয় মেয়াদে সরকার গড়ার বিজেপির ‘মাস্টার প্ল্যান’, মাথায় হাত বিরোধী জোটের >

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করেছে। দেশের মানুষ জানেন দিল্লির মুখ্যমন্ত্রী সম্পর্কে। পাওয়ার আরও বলেন, কেজরিওয়াল গ্রেফতার হলেও আমি অবাক হব না। এর স্পষ্ট অর্থ হচ্ছে, বিরোধী মতাদর্শের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিশ পাঠানোর কথাও উল্লেখ করেছেন।

modi Sharad Pawar
Advertisment