/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-Sharad-Pawar-turha.jpeg)
শনিবার দলের নতুন প্রতীক লঞ্চের জন্য শারদ পাওয়ারকে পালকিতে করে রায়গড় দুর্গে নিয়ে যাওয়া হচ্ছে।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি প্রধান শরদ পাওয়ার শনিবার রায়গড় ফোর্ট থেকে তাঁর তার দলের নতুন প্রতীক 'শিঙা (তুরহা) হাতে এক ব্যক্তি' সামনে এনেছেন। নির্বাচনী প্রতীক সামনে এনেই এই মুহূর্তটিকে সংগ্রামের নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার৷
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ারকে নতুন নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক ভাবে সেই প্রতীক আজ রায়গড় ফোর্ট থেকে চালু করেছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার) প্রধান শরদ পাওয়ার ।
এনসিপি শরদচন্দ্র পাওয়ার গোষ্ঠীর নেতা মহেশ তাপসে বলেছেন, "রায়গড় ফোর্টে শরদ পাওয়ারের উপস্থিতিতে দলের নতুন প্রতীক চালু করা হয়েছে। দলের নতুন প্রতীক হল 'মানুষ বাজানো ট্রাম্পেট' (শিঙা (তুরহা) হাতে এক ব্যক্তি') । এই প্রতীক বিরোধীদের মনে ভীতি সৃষ্টি করবে"।
দলের নেতা রোহিত পাওয়ার মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন, 'শরদ পাওয়ারকে নিয়ে জনগণ খুব আবেগপ্রবণ। ১৯৯৯ সালে যখন এনসিপি গঠিত হয়েছিল তখন কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না ৷ কিন্তু সেই নির্বাচনে জনসাধারণ শারদ পাওয়ারকে দুহাত ভরে আশির্বাদ করেছিল ৷ এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এবং দলীয় কর্মী-সমর্থকরা রয়েছেন এবং গত ছয় মাসে জনসাধারণ শরদ পাওয়ারকে নিয়ে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছেন ৷ জনগণ তাঁকে আরও একবার সমর্থন করবেন। আগামী নির্বাচনে আমাদের কোথাও আর কোন সমস্যা নেই'।
VIDEO | Sharad Pawar launches the symbol of his party in Raigad. The Election Commission of India had allotted "man blowing turha (a traditional trumpet)" as the symbol of the Nationalist Congress Party-Sharadchandra Pawar.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/kUVYypTM6y— Press Trust of India (@PTI_News) February 24, 2024
আরও পড়ুন : < Lok Sabha polls 2024: জোট ইস্যুতে আলোচনাতেই আস্থা কংগ্রেসের, লোকসভার আগে বাংলাকেই পাখির চোখ >
অজিত পাওয়ারের বিদ্রোহের পরে এনসিপিতে ভাঙন ধরে। চলে দীর্ঘ আইনি লড়াই। হারাতে হয় দলের পুরনো নির্বাচনী প্রতীক 'ঘড়ি'। নয়া এই প্রতীক নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছিলেন যে 'এটি আমাদের জন্য গর্বের বিষয়'। ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে আসল এনসিপি হিসাবে ঘোষণা করেছিল। নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীর হাতে দলের নাম ও প্রতীক 'ঘড়ি' তুলে দিয়েছে। আজকে নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিক ভাবে সামনে এনে শরদ পাওয়ার বলেছেন, “প্রতীক নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়ার মানে এই নয় যে সংগঠন শেষ হয়ে গেছে"।