Advertisment

Sharad Pawar: 'মোদী হ্যায় তো নামুমকিন হ্যায়', করে দেখানোর অঙ্গীকার শরদ পাওয়ারের

"আগামী নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। যার ফলে দলগুলির মধ্যে ভাঙন ধরাতে মরিয়া বিজেপি",এমনই মন্তব্য শরদ পাওয়ারের।

author-image
IE Bangla Web Desk
New Update
sharad pawar, pune, indian express

শরদ পাওয়ার বলেছেন যে ভারতীয় জনতা পার্টি অস্বস্তিতে কারণ 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তাদের আস্থা নেই। (এফবি/ শরদ পাওয়ার)

সামনেই লোকসভা নির্বাচন। এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে সরব বিরোধীরা। অন্যদিকে ৪০০ পারের লক্ষ্যমাত্রা বিজেপির। ভোটের আগেই কার্যত মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়লেন শরদ পাওয়ার।

Advertisment

সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার বলেন, আগামী নির্বাচনে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়-এর বদলে হতে চলেছে এটা হবে মোদী হ্যায় তো নামুমকিন হ্যায়”। তিনি বলেন, "আগামী নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। যার ফলে দলগুলির মধ্যে ভাঙন ধরাতে মরিয়া বিজেপি"।

পাওয়ার বলেছেন, "মহারাষ্ট্রে, একটি সমীক্ষা বলছে বিজেপি ৫০ শতাংশ আসনও পাবে না,"। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ঘটনাকে উদ্ধৃত করে, পাওয়ার বলেছেন, “শাসকরা আজ ক্ষমতা দখল করতে এবং বিরোধীদের কোণায় করতে যে কোন পন্থাকে কাজে লাগাচ্ছেন। চণ্ডীগড়ের মেয়র নির্বাচন তেমনই একটি ঘটনা।"

modi Sharad Pawar
Advertisment