/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Sharad-Pawar.jpg)
অজিত ও শরদ পাওয়ার
মহারাষ্ট্রের 'মহাবিকাশ আঘাড়ি' (এমভিএ) জোটে ভাঙনের কোনও সম্ভাবনা নেই। আগেই এমনটা দাবি করেছিলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এবার সেই একই দাবি শোনা গেল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের মুখেও। পাওয়ার নিজে এই জোটের আহ্বায়ক। তার ওপর যাঁর দলত্যাগ ঘিরে জোট ভাঙার জল্পনা চাউর হয়েছিল, সেই অজিত পাওয়ার আবার শরদ পাওয়ারের নিজের ভাইপো। তাঁর নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-র নেতাও। দলত্যাগের সম্ভাবনা উড়িয়ে শরদ পাওয়ার মঙ্গলবার জানিয়েছেন, অজিতের দলত্যাগের জল্পনার 'কোনও সত্যতা নেই'।
মঙ্গলবার পুরন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শরদ পাওয়ার বলেন, 'বর্তমানে মিডিয়াতে (অজিত পাওয়ার সম্পর্কে) অজিত পাওয়ারের দলত্যাগ নিয়ে যে আলোচনা চলছে, তা আমাদের এজেন্ডার অংশ নয়। আমরা এটাকে গুরুত্ব দিই না। এনসিপির তরফ থেকে আমি শুধু আপনাদের এটা বলতে পারি যে, আমরা এনসিপিকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছি। আমার কোনো মিটিং নেই। তাই আজ আমি মুম্বই ফিরছি।' যাঁর সঙ্গে অজিত পাওয়ারের বরাবরের বনিবনার অভাব, সেই এনসিপি রাজ্য সভাপতি জয়ন্ত পাটিলের ব্যাপারেও মুখ খুলেছেন শরদ পাওয়ার।
এনসিপির শীর্ষ নেতা জানিয়েছেন, জয়ন্ত বর্তমানে তাঁর নিজের অঞ্চলে দলের সাংগঠনিক বিস্তারে ব্যস্ত। আর, অজিত পাওয়ার দলের পদমর্যাদা অনুযায়ী তাঁর কাজকর্ম নিয়ে ব্যস্ত। শরদ পাওয়ার জোর দিয়ে জানান, 'যখন আমি পরিষ্কারই করে দিয়েছি, তখন আমি যা বলছি, তার অন্য কোনও অর্থ করার দরকারই নেই। অজিত পাওয়ারকে কেন্দ্র করে আলোচনার কোনও সত্যতা নেই। আমি যা বলি, তা অন্যরা কী বলে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।' শরদ পাওয়ার জানান, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল তাঁর সঙ্গে এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, 'আমরা জাতীয় পর্যায়ে বিরোধী দলগুলোর একটি বৈঠক করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।'
আরও পড়ুন- বিজেপিতে বজ্রপাত! কর্ণাটকে ভোটের মুখে দলত্যাগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কংগ্রেসে যোগদান
সূত্রের খবর, সাংবাদিকদের এই সব কথা জানানোর আগে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, সুপ্রিয়া সুলে ও অন্যান্য বেশ কয়েকজন নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে, অজিত পাওয়ারের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। শরদ পাওয়ার তাঁর বক্তব্য জানালেও অজিত পাওয়ার ইস্যুতে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে জল্পনা কিন্তু অব্যাহত।
সেই জল্পনায় শরিক হয়ে এনসিপির তিন বিধায়ক পিম্পরির আনা বনসোদে, সিন্নারের মানিকরাও কোকাটে ও নাসিকের নীতিন পাওয়ার ইতিমধ্যে অজিত পাওয়ারের সমর্থনে মুখ খুলেছেন। বনসোদে বলেছেন, 'আমি অজিত পাওয়ারের অনুগত। অজিত পাওয়ার যে সিদ্ধান্তই নেবেন, আমি তাঁকে সমর্থন করব। ২০১৯ সালে তিনি যখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, তখনও আমি একই কাজ করেছিলাম। শেষ অবধি, আমি অজিত দাদার সঙ্গেই থাকছি।'