Advertisment

Shashi Tharoor: 'ক্ষমার অযোগ্য', বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শশী থারুর, দিলেন হুঁশিয়ারি

প্রতিবাদকারীদের উপর শশী থারুর ক্ষোভ।

author-image
IE Bangla Web Desk
New Update
Shashi Tharoor

প্রতিবাদকারীদের উপর শশী থারুর ক্ষোভ

Shashi Tharoor: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সেখানকার পরিস্থিতি আরও খারাপ। বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। মৌলবাদীরা মন্দিরে হামলা চালাচ্ছে। এদিকে বিক্ষোভকারীরা এখন জাতীয় স্মৃতিসৌধকে টার্গেট করছে। ইতিমধ্যে মুজিবনগরে একাত্তরের শহীদ স্মৃতিসৌধে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় সেখানে থাকা মূর্তিগুলি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অনুরোধ করেছেন।

Advertisment

কংগ্রেস সাংসদ শশী থারুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মুজিবনগরের ১৯৭১ সালের শহীদ স্মৃতিসৌধ কমপ্লেক্সে ভারত বিরোধীরা যেভাবে ভাঙচুর করেছে তা দুঃখজনক। এছাড়াও বেশ কয়েকটি স্থানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, মন্দির এবং হিন্দুদের ওপর আক্রমণ ও অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনালয়গুলিকে হামলা করা হয়েছে। তাতে আন্দোলনকারীদের উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, 'কিছু আন্দোলনকারীর এজেন্ডা খুবই স্পষ্ট। এটা গুরুত্বপূর্ণ মহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার সকল ধর্মের বাংলাদেশিদের স্বার্থে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নিক। এই কঠিন সময়ে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এ ধরনের নৈরাজ্যকে কখনো ক্ষমা করা যাবে না।

আরও পড়ুন - < আরজি করের অধ্যক্ষের অপসারণ দাবি, চিকিৎসক খুনে ভাইরাল অডিও ক্লিপ, মুখ খুললেন কুণাল >

সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা

বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের ওপর হামলা হচ্ছে। এসব হামলা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ভারতে আসার চেষ্টা করছে। হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। হাজার হাজার বাংলাদেশি ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো হচ্ছে। এই অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিপুল সংখ্যক বিএসএফ মোতায়েন করা হয়েছে। যাতে যেকোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঠেকানো যায়।

Bangladesh Quota Protest Sashi Tharoor
Advertisment