শশী থারুরকে মঙ্গলবার সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করল ফ্রান্স। মঙ্গলবারই 'শেভলিয়র দ লা লিজিয়ঁ দ্য'অনার'-এ ভূষিত হয়েছেন কংগ্রেস সাংসদ। রাজনীতির পাশাপাশি বেশ কয়েকটি বইও লিখেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিরুবনন্তপুরমের সাংসদকে নয়া দিল্লির ফরাসি দূতাবাসে এই সম্মান প্রদান করা হয়। সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন। ফরাসি সরকার ২০২২ সালের আগস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থারুরকে এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছিল। মঙ্গলবার কংগ্রেস সাংসদকে এই পুরস্কার দেওয়া হয়।
ফরাসি দূতাবাস একটি বিবৃতি জারি করে বলেছে, "ভারত-ফ্রান্স-এর মধ্যে সম্পর্ককে আরও গভীর করার জন্য ডঃ থারুরের অক্লান্ত প্রচেষ্টা, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধু হিসাবে তাঁকে এই সম্মান প্রদান করা হল"।
সম্মান গ্রহণ করে, শশী থারুর বলেন, 'শেভলিয়র দ লা লিজিয়ঁ দ্য'অনার'-এ সম্মানিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত"। থারুরু বলেছেন, ফ্রান্স, ফ্রান্সের নাগরিক, তাঁদের ভাষা, সংস্কৃতি, বিশেষ করে ফ্রান্সের সাহিত্য এবং সিনেমার গুণমুগ্ধ আমি। এই সম্মান ইন্দো-ফরাসি গভীর বন্ধুত্বের পরিচয়। আগামী দিনেও এই সম্পর্কে ধরে রাখার সবরকম চেষ্টা চালিয়ে যাব।"
ফরাসি সিনেটের স্পিকার জেরার্ড লার্চার থারুরকে সম্মান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, "কূটনীতিক, লেখক এবং রাজনীতিবিদ হিসাবে তার বিশিষ্ট কর্মজীবনের মাধ্যমে, শশী থারুর এমন একটি তারা ভারত এবং ফ্রান্সের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়ে নিরলস সংগ্রাম করে গিয়েছেন। তিনি ফ্রান্সের একজন সত্যিকারের বন্ধু। ফরাসি সংস্কৃতি সম্পর্কে তাঁর ধ্যান- ধারণা অনেক গভীর"।