'বাজারি কোম্পানি বলছে ভোট নিয়ে ভাবতে হবে না', বেসুরো তৃণমূলের শীলভদ্র দত্ত

মিহির গোস্বামী, শুভেন্দু অধিকারীদের পথে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিদিলেন 'আর পারছি না'।

মিহির গোস্বামী, শুভেন্দু অধিকারীদের পথে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিদিলেন 'আর পারছি না'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

মিহির গোস্বামী, শুভেন্দু অধিকারীদের পথে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। বিজয়া সম্মিলনীতে দলীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের হয়ে ভোট পরিচালনায় প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেন তিনি। ফের জানিয়েছেন আগামী বিধানসভায় আর প্রার্থী হতে চান না। পিকে-র সংস্থা বাংলার সংস্কৃতি বিরোধী জাতপাতের রাজনীতির ভিত্তিতে ভোট করতে চাইছে বলেও অভিযোগ শালভদ্রের। তবে কি তৃণমূল ছাড়ছেন ব্যারাকপুরের বিধায়ক? তেমন কোনও ইঙ্গিত অবশ্য দেননি শাসক দলের বর্ষীয়ান এই নেতা।

Advertisment

শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন, 'প্য়ারাসুটে নামিনি, লিফটে উঠিনি, সিঁড়ি ভেঙে উঠেছি।' দলের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিতেই মন্ত্রীর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রেমের দলীয় বিধায়কের দাবিকে সমর্থন করেছেন শীলভদ্র দত্ত। এই প্রসঙ্গে টেনেই তৃণমূলের ভোট কৌশলী প্রসান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি। বলেছেন, 'একটা বাজারি কোম্পানি টাকা নিয়ে ভোট করাতে আসছে। তারা আমাকে বলছে আপনাকে ভোট নিয়ে ভাবতে হবে না। ভোট আমরা করাব। আমাকে রাজনীতির জ্ঞাণ দিচ্ছে। ৯-১০ বছর থেকে রাজনীতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছি। আজ ৬২ বছর বয়সে দাঁড়িয়ে এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না। রাজনীতিতে সম্মান অনেক বড়। আমিও অনেকের মতই সিঁড়ি ভেঙে এখানে এসেছি।'

আরও পড়ুন- ‘দরজা বড় করে খুলে রেখেছি…’, দিলীপের মন্তব্যে শুভেন্দুর বিজেপি-যোগ জল্পনা তুঙ্গে

শীলভদ্র তৃণমূলের অন্দরে গোষ্ঠী রাজনীতির কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। দলীয় নেতৃত্বকে সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি বলে অভিযোগ তাঁর। ব্যারাকপুরের বিধায়কের কথায়, 'অনেক সময়ই আমাকে সভা, মিছিল করতে বলা হয়েছে। একই সঙ্গে আমার অঞ্চলের অন্য নেতাদেরও একই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। দলের স্বার্থে আমি এতদিন মুখ খুলিনি। সব কথা দলের নেতৃত্বে জানিয়েছি। একবার নয় বেশ কয়েকবার। কিন্তু সমাধান হয়নি।'

Advertisment

তৃণমূলে মুকুল রায় অনুগামী বলেই পরিচিত শীলভদ্র দত্ত। ২০১৭ সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় রব ওঠে শীলভদ্রও জোড়া-ফুল ছাড়বেন। কিন্তু, শেষ পর্যন্ত তৃণমূলেই রয়ে যান তিনি। তবে জানিয়েছেন, 'ভোটে আর দাঁড়াব না। দল এখন আমার অসুস্থতার দোহাই দিচ্ছে। কিন্তু আসল কথাটা সবাই জানে। কেউ প্রকাশ্যে তা বলতে পারছে না।'

আরও পড়ুন- নাড্ডার বদলে রাজ্যে শাহ, ২১শে বিজেপির বাংলা দখলের কাণ্ডারি অমিতই

এখানেই থেমে না থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারির চক্রান্তের পরিপ্রেক্ষিতে শীলভদ্র বলেছেন, 'কোন দিনও আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ ওঠেনি। কিন্তু এখন কেউ কেউ বলে বেড়াচ্ছেন, মুকুল রায়ের কাছ থেকে আমি নাকি ৭ কোটি টাকা নিয়েছি। আর অর্জুন সিংয়ের সঙ্গে আমাকেও নাকি গ্রেফতার করা হবে হবে।'

কোচবিবারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন বিজেপির সাংসদ। শুভেন্দু অধিকারীকে পদ্ম শিবিরেল স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ, সোমিত্র খাঁ। এবার ভোটের আগে দলের বিরুদ্ধে মুখ খুলে জল্পনা উস্কে দিলেন রাজ্যের শাসক দলের প্রবীণ রাজনীতিবিদ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc