scorecardresearch

বিজেপি-সেনা কাছাকাছি? ক্যাব সমর্থনে ইউটার্ন উদ্ধব বাহিনীর

শিবসেনার সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, ‘‘দেশের স্বার্থে আমরা এই বিলকে সমর্থন করেছি’’।

shiv sena, শিবসেনা, শিব সেনা, citizenship amendment bill, নাগরিকত্ব সংশোধনী বিল, ক্যাব, cab, sena cab, ক্যাব সেনা, saamana, সমনা, india news, maharashtra news bjp, বিজেপি
মোদী ও উদ্ধব ঠাকরে।

দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপির হাত ছেড়ে কংগ্রেস-এনসিপির সঙ্গে ‘বন্ধুত্ব’ পাতিয়ে মহারাষ্ট্রের কুর্সি দখল করেছে শিবসেনা। ‘মহা’কাহিনীর পর নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন নিয়ে কী অবস্থান নেন উদ্ধব ঠাকরেরা, সেদিকে যখন নজর ছিল রাজনৈতিক মহলের, ঠিক সে সময়ই ক্যাব নিয়ে দলের মুখপত্র ‘সামনা’তে মোদী সরকারকে ঠুকে শিবসেনার বক্তব্য ছিল ‘এই বিল দেশের অদৃশ্য বিভেদরেখা’। এর কয়েকঘণ্টা পরই রীতিমতো ভোলবদলে ‘দেশের স্বার্থে’ নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করে ফেলল শিবসেনা। তাহলে কি বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের বরফ গলছে? এ নিয়ে জোর চর্চা জাতীয় রাজনীতিতে।

এ প্রসঙ্গে শিবসেনার সাংসদ অরবিন্দ সাওয়ান্ত এনডিটিভি-কে বলেন, ‘‘দেশের স্বার্থে আমরা এই বিলকে সমর্থন করেছি’’। তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটে কি এর কোনও প্রভাব পড়বে না? এ প্রসঙ্গে সাওয়ান্তের সাফ কথা, ‘‘অভিন্ন ন্যূনতম কর্মসূচি শুধুমাত্র মহারাষ্ট্রের জন্যই প্রযোজ্য’’। উল্লেখ্য, মোদী মন্ত্রিসভার সদস্য ছিলেন সাওয়ান্ত। কিন্তু মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে টালবাহানার সময় শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের পরই মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আরও পড়ুন: নিজের দলের সমালোচনা করে মমতার অবস্থানকেই সমর্থন, বদলাচ্ছে পিকের রাজনৈতিক কেরিয়ার?

শিবসেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘‘শিবসেনার কাছে কৃতজ্ঞ। ওরা শেষ পর্যন্ত দেশের স্বার্থ বুঝতে পেরেছে। তাই ওরা সমর্থন জানাল’’। তাহলে কি বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের শীতলতা কাটছে? জবাবে তিনি বলেন, ‘‘এটা ওদের (সেনা) জিজ্ঞেস করলেই ভাল হবে’’।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Shiv sena bjp citizenship amendment bill updates