সম্পর্কে ফাটল ধরছিল বেশ কিছু দিন ধরেই। সোমবারের শিবসেনার সমাবেশে আরও স্পষ্ট হয়ে উঠল তা। কংগ্রেস সভাপতির সুরে দেশের প্রধানমন্ত্রীকে 'চোর' বলতেও পিছপা হননি শিবসেনা প্রধান উদ্ধব থাকড়ে।
পান্ধারপুরের সমাবেশে নরেন্দ্র মোদীকে লক্ষ করেই 'দেশের রক্ষকই ভক্ষক হয়েছে' গোছের মন্তব্য করেছেন শিবসেনা প্রধান। মোদীর 'মন কি বাত' নিয়েও তির্যক মন্তব্য করেছেন উদ্ধব। বলেছেন, "কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার করতে ওই অনুষ্ঠান করেন মোদী"।
৪৫ মিনিটের ভাষণে উঠে এল রাম মন্দির প্রসঙ্গ। উদ্ধব থাকড়ে বলেন, "যে সরকার প্রতিশ্রুতি রাখে না, তার সঙ্গে জোট বাধব কি করে?" বিধানসভায় অর্ধেক আসন পাবে, সে ব্যাপারে নিশ্চিত শিবসেনা। বলেন, "তেলেঙ্গানায়, মিজোরামে আঞ্চলিক দলগুলো ক্ষমতায় আসতে পারলে মহারাষ্ট্রে পারবে না কেন"?
আরও পড়ুন, রাজ্য বিজেপি শূন্য কলসী, বললেন পার্থ
রাফাল নিয়েও সরকারকে এক হাত নেয় শিবসেনা। রাফাল নিয়ে শীর্ষ আদালতের থেকে ক্লিন চিট কীভাবে পেল কেন্দ্র, তা নিয়েও প্রশ্ন তুললেন থাকড়ে।
"মানুষ আমায় প্রশ্ন করতে পারেন, কেন আমি অযোধ্যায় গিয়েছিলাম? কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গাতে গিয়েছিলাম"। মহারাষ্ট্রের কৃষক বিক্ষোভ নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়কেই আক্রমণ করলেন শিবসেনা প্রধান। বলেন, "কৃষকদের হয়ে আমি সবসময় কথা বলব, সাহস থাকলে সরকার আমায় শাস্তি দিক"।
Read the full story in English