রাম মন্দির কবে তৈরি হবে তার তারিখ জানাক কেন্দ্রীয় সরকার। অযোধ্যায় সরাসরি বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরে এদিন স্ত্রী রশ্মি এবং পুত্র আদিত্যকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অযোধ্যানগরীতে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি যেভাবে মন্দির গড়ার ব্যাপারে বিল আনার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, সেই কোরাসে এবার যোগ দিলেন শিবসেনা প্রধান।
সংবাদসংস্থা পিটিআই উদ্ধব ঠাকরেকে এদিন উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, ‘‘আপনারা মন্দির ওখানেই বানাবেন, কিন্তু মন্দির কবে বানাবেন তার তারিখ জানাবেন না। আগে বলুন কবে মন্দির বানাবেন, তারপর বাকি কথা হবে।’’
নিজেদের জোটসঙ্গীদের আক্রমণ করে উদ্ধব ঠাকরে বলেন, ‘‘চার বছর ধরে জেগে থাকার পর কুম্ভকর্ণের ঘুম ভাঙার পালা।’’ এনডি-র জোটসঙ্গী হওয়া সত্ত্বেও জোটের মূল শরিক বিজেপি-র সঙ্গে এখন যথেষ্ট খারাপ সম্পর্ক শিবসেনার।
স্ত্রী রশ্মির সঙ্গে উদ্ধব ঠাকরে (ফোটো- বিশাল শ্রীবাস্তব)
২০১৯ সালের আগেই মন্দির বানানোর জন্য অর্ডিন্যান্স আনার দাবি তুলেছে শিবসেনা। তাদের মুখপত্র সামনায় দলের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দুদের ভাবাবেগ হল, ‘‘আগে মন্দির পরে সরকার।’’
এর আগে উদ্ধব ঠাকরে বলেছিলেন, তাঁর অযোধ্যাযাত্রার মূল লক্ষ্য হল বিজেপি-কে তাদের ভোটের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া। নতুন শ্লোগানও তুলেছেন তিনি, ‘‘হর হিন্দু কি ইয়ে পুকার, পহলে মন্দির ফির সরকার’’(প্রত্যেক হিন্দু দাবি, আগে মন্দির পরে সরকার)।