Sena MLA: 'বাবা মা আমায় ভোট না দিলে দু'দিন খাবার নয়', স্কুলে ঢুকে পড়ুয়াদের হুমকি বিধায়কের, নিন্দার ঝড়

ভিডিও ক্লিপ ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

ভিডিও ক্লিপ ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Santosh Bangar

ভিডিও ক্লিপ ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

'বাবা-মা আমায় ভোট না দিলে দু’দিন খাবার খাবে না’! স্কুলে ঢুকে পড়ুয়াদের এমনই হুঁশিয়ারি বিধায়কের। এই ভিডিও ক্লিপ ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

Advertisment

স্কুল পরিদর্শনে গিয়ে এক মন্তব্যের জেরেই সংবাদ শিরোনামে মহারাষ্ট্রের এক বিধায়ক। শিন্ডে শিবিরের ওই বিধায়কের নাম সন্তোষ বাঙ্গার। স্কুলের বাচ্চাদের উদ্দেশ্যে তিনি এক অদ্ভুত ভাষণ দিয়েছেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘‘সন্তোষ বাঙ্গারকে ভোট দাও, তবেই আমরা খাবার খাব।’’ তার পর বিধায়ককে বলতে শোনা গিয়েছে, ‘‘যদি তোমাদের বাবা-মা পরের বার নির্বাচনে আমায় ভোট না দেন, তা হলে তোমরা দু’দিন খাবার খাবে না।’’

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। বাঙ্গরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এমভিএ নেতারা। বাঙ্গারের নির্লজ্জ কর্মকাণ্ডের বিরোধীতায় সরব হয়েছেন বিরোধী মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) নেতারা। ভোট পাওয়ার জন্য ছোট বাচ্চাদের 'শোষণ' করার জন্য বাঙ্গরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Advertisment

ঘটনায় সরব হয়েছে শিবসেনার (ইউবিটি) জাতীয় মুখপাত্র। কিশোর তিওয়ারি দুঃখ প্রকাশ করে বলেছেন, "এটা লজ্জার বিষয় ভোটের নামে শিশুদের 'ব্ল্যাকমেইল' করছেন তারা। বাঙ্গার এই প্রথমবার নয় যে তার বক্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েছেন।

shiv sena