/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Uddhav-Thackeray.jpg)
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বুধবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে একটি 'সৌজন্য সাক্ষাৎ' করেছেন। উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে অজিত পাওয়ার জাতীয়তবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-তে একটি আড়াআড়ি বিভাজন তৈরি করেছিলেন। তার পর অজিত পাওয়ারের সঙ্গে উদ্ধব ঠাকরের এটাই প্রথম বৈঠক ছিল। এই বৈঠকের পরে উদ্ধব ঠাকরে বলেন, 'আমি তাঁকে রাজ্য (মহারাষ্ট্র) এবং মহারাষ্ট্রবাসী বা মানুষের জন্য ভাল কাজ করতে বললাম। আমি নিশ্চিত যে মহারাষ্ট্রের মানুষ তাঁর কাছ থেকে সাহায্য পাবেন। কারণ, তাঁর কাছে কোষাগারের চাবি আছে।'
VIDEO | Shiv Sena (UBT) leader Uddhav Thackeray meets Maharashtra Deputy CM Ajit Pawar in Mumbai.
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
(Source: Third Party) pic.twitter.com/38w33jcPnv
মহারাষ্ট্রে বিধানসভায় বর্তমানে বাদল অধিবেশন চলছে। এই অধিবেশনে বিধানসভায় রীতিমতো বিভক্ত এনসিপি। শুধু তাই নয়, অতি সম্প্রতি উদ্ধবের ঘনিষ্ঠ তথা মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি চেয়ারপার্সন নীলম গোরহে শিন্দের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী শিবসেনার গোষ্ঠীতে যোগ দিয়েছেন। তার পরে এটাই ছিল উদ্ধবের প্রথম মহারাষ্ট্র বিধানসভায় আসা। শুধু তাই নয়, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল এবং ছগন ভুজবল-সহ এনসিপি নেতারা গত সপ্তাহে তিনবার শরদ পাওয়ারের সঙ্গে একটি ঐক্যবদ্ধ দল চেয়ে বৈঠক করেছেন। কিন্তু, প্রবীণ নেতা শরদ পাওয়ার তাঁদেরকে কোনও উত্তর দেননি। শুধু তাই নয়, মহারাষ্ট্র বিধানসভায় শরদ পাওয়ারের অনুগামীরা বিরোধী আসনে বসছেন।
আরও পড়ুন- শেষ হল কানওয়ার তীর্থযাত্রা, কেন পালিত হয় এই রীতি?
গতকাল (১৮ জুলাই) উদ্ধব ঠাকরে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তিনি মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশনে যোগদান করলেন। বেঙ্গালুরুতে দেশের ২৬টি বিরোধী দল ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ঐক্যবদ্ধ হয়েছে। তারা জোটের নতুন নামকরণ করেছে। নাম দেওয়া হয়েছে ভারতীয় জাতীয় উন্নয়নকামী অন্তর্ভুক্তমূলক জোট বা INDIA। যাকে দেশীয় ভাষায় 'ভারত' বলেই ডাকছেন বিরোধীরা।