সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির চেয়েও উঁচু মূর্তি?

শিব সেনার তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপি সভাপতি অমিত শাহকে ভয় না পেতে বলা হয়েছে।

শিব সেনার তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপি সভাপতি অমিত শাহকে ভয় না পেতে বলা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেবেন্দ্র ফড়নবিশকে ভয় পেতে বারণ করা হয়েছে (এক্সপ্রেস ফাইল ফোটো)

দেশের দীর্ঘতম মূর্তি কোনটি? এ প্রশ্ন স্কুলের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করা হলে, তারা এখন টপাটপ বলেই ফেলবে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির কথা। কিন্তু গুজরাটের এ অস্মিতা কি ভাঙতে চলেছে শীঘ্রই? বিজেপি-র ওপর ক্ষুব্ধ গেরুয়া বাহিনীর এই দলটি অন্তত তেমনই চাইছে।

Advertisment

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশে শিবসেনার আহ্বান, মুম্বইয়ের উপকূলে বসুক পৃথিবীর দীর্ঘতম মূর্তি। যে মূর্তি মারাঠা রাজা ছত্রপতি শিবাজীর।

শিব সেনার তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপি সভাপতি অমিত শাহকে ভয় না পেতে বলা হয়েছে। সেনা মনে করিয়ে দিয়েছে, শিবাজীর মূর্তি যদি সর্দার প্যাটেলের চেয়ে উচ্চতায় দীর্ঘ হয়, তবে তাতে প্যাটেলের সম্মান হানি হবে না। শিব সেনার বক্তব্য, এনসিপি-র রাজ্য প্রধান জয়ন্ত পাটিল দাবি করেছেন শিবাজীর মূর্তির দৈর্ঘ্য কমানো হয়েছে, যাতে প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি দীর্ঘতম থাকে।

Advertisment

দেবেন্দ্র ফড়নবিশকে সব রকম দিক থেকেই তাতানোর চেষ্টা করা হয়েছে সেনার তরফ থেকে। তাঁর সাহসের প্রশংসা করেছে সেনা। বলেছে,  ফড়নবিশ যেমন মারাঠাদের জন্য কোটার কথা ঘোষণা করার সাহস দেখিয়েছিলেন, সেই একইরকম ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহকে ভয় না পেয়ে এবার শিবাজী মূর্তি দৈর্ঘ্যের কথা ঘোষণা করুন। শিব সেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, শিবাজীর মূর্তির উচ্চতা কমিয়ে সর্দার প্যাটেলের মূর্তিকে দীর্ঘতমের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ক্ষুদ্র মানসিকতার পরিচায়ক।

উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা ফড়নবিশকে মনে করিয়ে দিয়েছে পুরনো সেই দিনের কথা, যখন মুম্বইকে মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত রাখার দাবিতে জওহরলাল নেহরু সরকার থেকে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিন্তামানারাও দেশমুখ।

এদিকে স্ট্যাচু অফ ইউনিটির যখন আবরণ উন্মোচন হয়ে গেল, মানুষের দর্শনের জন্য যখন সে মূর্তি খুলেও দেওয়া হল, অথচ শিবাজীর মূর্তির জন্য একটি ইটও বসানো হল না- এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিব সেনা।