রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বৃহস্পতিবার নাগপুরে একটি সভায় উপস্থিত ছিলেন শিবরাজ। সেখানে তিনি বলেন, "কংগ্রেস দলটি এই মূহুর্তে চরম সংকটে রয়েছে। দলের অন্দরে তীব্র ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধি দলকে দিশাহীন অবস্থায় রেখে দিয়েছেন। স্বাধীনতার পর মহাত্মা গান্ধি কংগ্রেস দলটিকে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। রাহুল এখন মহাত্মার সেই স্বপ্ন সার্থক করার দিকে এগিয়ে চলেছেন।"
এদিন রাহুলকে 'নকল গান্ধি' বলেও কটাক্ষ করেন শিবরাজ। গান্ধি পরিবার প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস দলে দীর্ঘদিন যাবত একটিমাত্র পরিবার রাজত্ব করছে। গোটা দল ওই পরিবারের দাসত্ব করছে।" রাহুলের কংগ্রেস সভাপতির পদ ছাড়ার বিষয়টিকে 'নাটক' বলে উড়িয়ে দেন শিবরাজ।
কর্নাটকে তৈরি হওয়া রাজনৈতিক সংকটে বিজেপির কোনও ভূমিকা নেই বলে এদিন দাবি করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা কোনও রাজ্যেই কিছু করছি না। কর্নাটকে ওরা নিজেরাই সমস্যা তৈরি করেছে। মধ্যপ্রদেশে এমন কিছু হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আমরা চাইলে কংগ্রেস এখানে সরকার গড়তে পারত না।"
শিবরাজ জানান, বিজেপি কেন্দ্রে ৩০৩টি আসন পেয়েছে ঠিকই, কিন্তু তাঁদের স্বপ্ন 'সর্বরাষ্ট্রীয়, সর্বব্যপী' বিজেপি। যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, সেগুলিতে পদ্ম-শিবিরকে ক্ষমতায় আনতে হবে।
Read the full story in English