Advertisment

'প্রধানমন্ত্রী মোদীর ঐশ্বরিক ক্ষমতা রয়েছে'

'উনি (রাহুল গান্ধী) মোদীজীকে চ্যালেঞ্জ করবেন? মোদীজী হলেন ভারতের জন্য ভগবানের বরদান।'

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

প্রধানমন্ত্রী মোদী

'ভগবানের বর নরেন্দ্র মোদী'। আগেই মোদীর প্রশংসায় করে এই মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার তাকেও ছাপিয়ে গেলেন। প্রধানমন্ত্রীর কাজের স্তুতি করে শিবরাজ বললেন, 'মোদীর ঐশ্বরিক ক্ষমতা রয়েছে।'

Advertisment

মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষে বক্তব্য রাখছিলেন শিবরাজ সিং চৌহান। সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংকীর্ণ রাজনৈতিক বোধের কটাক্ষ করেন তিনি। বলেন, 'উনি (রাহুল গান্ধী) মোদীজীকে চ্যালেঞ্জ করবেন? মোদীজী হলেন ভারতের জন্য ভগবানের বরদান।' গীতাকে উদ্ধত করে তিনি বলেন, 'ভগবান সরাসরি কোনও অবতার পাঠাননি। কিন্তু নরেন্দ্র মোদীর মত নেতাদের দেখলে মনে হয়, বিনা ঐশ্বরিক ক্ষমতায় এত কাজ কোনও সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়।'

publive-image মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

অনুষ্ঠানে হাজির জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, 'মোদীজী সংবেদনশীল ও উদ্যোগী। মোদীর লকডাউনের সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে নিস্তার পেয়েছেন।' সীমান্তেও মোদীরজীর নেতৃত্বে চিনকে উপযুক্ত জবাব দেওয়া গিয়েছে বলে জানান কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী এই নেতা।

কংগ্রেসকে কটাক্ষ করে সিন্ধিয়া বলেন, 'একদিকে এমন এক দল রয়েছে যারা দেশে জরুরি অবস্থা জারি করেছে, অন্যদিকে বর্তমানে ভারতের এক নেতা হাতজোড় করে দেশবাসীকে বাড়িতে তাকার অনুরোধ করেছিল, মানুষ সঙ্গে সঙ্গে একযোগে তাতে সম্মতি জানিয়েছে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi narendra modi modi bjp Shivraj Singh Chouhan
Advertisment