Advertisment

মধ্যপ্রদেশের মসনদে ফের শিবারাজ, কংগ্রেস বিদ্রোহীদের সামলানোই মূল চ্যালেঞ্জ

জ্যোতিরাদিত্য সিং কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিন্ধিয়ার পথ অনুসরণ করেই হাত ছেড়েছেন ২২ কংগ্রেস বিধায়ক। ফলে সংখ্যালঘু হয়ে যায় মধ্যপ্রদেশের কমলনাথ সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরলেন শিবরাজ সিং চৌহান।

পনেরো মাসের ব্যবধান। ফের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরলেন শিবরাজ সিং চৌহান। সোমবার রাতেই চতুর্থবারের জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে শপথ নেন শিবরাজ। রাজ্যপালের দফতরেই হয় শপথ অনুষ্ঠান।

Advertisment

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ থেকে কমল নাথ ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপির কোন নেতা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বহাল হবেন। ২০১৮-এর ভোটে মানুষ মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু, সব জল্পনার অবসান ঘটিয়ে মোদী-শাহরা ফের ভারসা রাখেন চৌহানের উপরই।

জ্যোতিরাদিত্য সিং কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সিন্ধিয়ার পথ অনুসরণ করেই হাত ছেড়েছেন ২২ কংগ্রেস বিধায়ক। ফলে সংখ্যালঘু হয়ে যায় মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে আস্থাভোট নিশ্চিত পরাজয় জেনেই ইস্তফা দেন মুখ্যমন্ত্রী কমলনাথ। বিজেপির বিরুদ্ধে 'অনৈতিক' রাজনীতির অভিযোগ তোলেন তিনি। পরে কংগ্রেসের পদত্যাগী বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ায় মধ্যপ্রদেশে 'কমল' ফোটা ছিল সময়ের অপেক্ষা।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০১৮-এর ভোটে কংগ্রেস পেয়েছিল ১১৪ আসন। বিজেপি পায় ১০৭। কিন্তু, এসপি-বিএসপি ও নির্দলদের সমর্থনে ম্যাজিক ফিগান সহজেই ছুঁয়ে ফেলে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন কমলনাথ। তবে, দলের অভ্যন্তরীণ গোষ্ঠী রাজনীতির জেরে দলের বিধায়কদের বিদ্রোহেই সরতে হয় কমলনাথকে।

আরও পড়ুন: বিজেপিতে মধ্যপ্রদেশের ২২ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবরাজ সিং চৌহান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে চৌহানের সামনে চ্যালেঞ্জ মূলত দু'টো। দেখান ২২ বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে বিজেপি টিকিট দেয় কিনা? পদ্ম প্রতীকে লড়ে তাঁরা আদৌ জিতে ফিরতে পারেন কিনা? একই সঙ্গে দেখার, শিবরাজ মন্ত্রিসভায় এই বিদ্রোহীদের কারা কারা স্থান পান?

শিবরাজ সিং মুখ্যমন্ত্রী পদে শপথের পর পরই জ্যোরিতাদিত্য সিন্ধিয়া টুইটে লেখেন, 'আমি নিশ্চিত মধ্যপ্রদেশ আপনার নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হবে।' পাল্টা টুইটে চৌহান জানান, 'রাজ্যের উন্নয়নে আমরা একযোগে কাজ করব।'

শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে তিনি বলেছেন, 'লকডাউনে মজুর, কৃষক, ছোট ব্যবসায়ী সহ সব ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তার ঘোষণা করুন মুখ্যমন্ত্রী।'প্রত্যাখ্যাত মুখ্যমন্ত্রীকে ফের কুর্সিতে বসানো হল অর্থের সাহায্যে। দাবি করেছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দ্বিগিজয় সিং।

শিবরাজ সিং চৌহান বলেন, 'পূর্বের ভুলভ্রান্তি কাটিয়ে আগামী দিনে উন্নয়ের সরকার চালাব। আমার সিদ্ধান্ত ও কাজই তা প্রমাণ করবে'।

মুখ্যমন্ত্রীর কুর্সি ফিরে পাওয়ার সঙ্গেই দলের অভ্যন্তরীণ রাজনীতিতেও শিবরাজ সিং জয় পেলেন বলে মনে করা হচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারও। তবে, শেষ পর্যন্ত নাড্ডা বাহিনী ভরসা রাখলেন সেই ৬১ বছরের সংঘ ঘনিষ্ট নেতা শিবরাজেই।

Read the full story in English

bjp CONGRESS Madhya Pradesh Shivraj Singh Chouhan
Advertisment