Advertisment

I.N.D.I.A. জোটের বৈঠকে ইংরেজি! রেগে কাই নীতীশ কুমার, দিলেন বড় দাওয়াই

আরজেডি সাংসদ মনোজ ঝাও নীতীশের নিশানা থেকে তাদের বাঁচাতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA bloc meet, INDIA alliance meet, nitish Kumar, north south india divide, TR Baalu asks for nitish kumar's speech translation, nitish snaps at TR Baalu for seeking English translation of speech"

I.N.D.I.A. জোটের বৈঠকে 'ইংরেজি' 'ক্ষুব্ধ' নীতিশের হিন্দি শেখার বিরাট দাওয়াই।

I.N.D.I.A. জোটের বৈঠকে 'ইংরেজি' অনুবাদের দাবি ঘিরে 'ক্ষুব্ধ' নীতিশের হিন্দি শেখার বিরাট দাওয়াই। উল্লেখ্য বিহারের মুখ্যমন্ত্রীর হিন্দি ভাষণের ইংরেজি অনুবাদ চেয়েছিলেন ডিএমকে নেতা। তারই প্রেক্ষিপ্তে রেগে কাই নীতীশ কুমার।

Advertisment

ফের ক্ষুব্ধ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার বিহারের মুখ্যমন্ত্রীর রোষের শিকার হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দিল্লিতে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে ডিএমকে-র এক নেতা নীতীশের ভাষণের ইংরেজি অনুবাদ চাইলে রেগে কাই হয়ে যান তিনি। এমনকী আরজেডি সাংসদ মনোজ ঝাও নীতীশের নিশানা থেকে তাদের বাঁচাতে পারেননি।

সূত্রের খবর অনুযায়ী, জেডিইউ প্রধান নীতীশ কুমার ইন্ডিয়া জোটের বৈঠকে ভাষণ শুরু করলেই। ডিএমকে নেতা এমকে স্ট্যালিন এবং টিআর বালু ভাষণটি ইংরেজিতে অনুবাদ করার দাবি জানান। এ নিয়ে আরজেডি সাংসদ মনোজ ঝাও নীতীশের ভাষণের ইংরেজি অনুবাদ শুরু করেন। তাতেই মেজাজ হারালেন নীতীশ কুমার।

নীতীশ কুমার মনোজ ঝাকে তাঁর বক্তৃতা অনুবাদ করা থেকে বিরত রাখেন। ডিএমকে নেতাদের উদ্দেশে নীতীশ বলেছিলেন, "আপনাদের হিন্দি শেখা উচিত, এটি রাষ্ট্রীয় ভাষা। দেশ অনেক আগেই ব্রিটিশদের তাড়িয়েছে এবং সেই রীতিনীতি ঝেড়ে ফেলার সময় হয়ে গিয়েছে।"

ইন্ডিয়া অ্যালায়েন্সের সভায় বক্তব্য রাখার সময় নীতীশ কুমার বলেছিলেন যে "আমি কোনও পদের লোভে এই জোটের সঙ্গে নেই। যদিও কিছু লোক এই ধরনের গুজব ছড়াচ্ছে।" ডিএমকে নেতারা এই বক্তব্যের ইংরেজি অনুবাদের দাবি করেছিলেন। মনোজ ঝা কথা বলতে শুরু করলে নীতীশ তাকে থামিয়ে দেন।

Nitish Kumar
Advertisment